Samsung Galaxy A73 5G আসছে কোয়াড রিয়ার ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে সহ, ফাঁস প্রেস ইমেজ

Samsung শীঘ্রই তাদের A সিরিজের দুটি ফোন বাজারে আনছে – Galaxy A73 5G ও Galaxy A53 5G। ইতিমধ্যেই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে লঞ্চের আগে টিপস্টার, Evan Blass আজ Galaxy A73 5G ফোনের প্রেস শট শেয়ার করেছেন। এখান থেকে ফোনটির ডিজাইন সহ স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ আসবে।

Samsung Galaxy A73 5G ফোনের প্রেস শট ফাঁস

টিপস্টার স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের যে প্রেস ইমেজ শেয়ার করেছেন, সেখান থেকে জানা গেছে, এই ফোনটি সুপার থিন বেজেল ও পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। আবার এই ফোনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হবে। যদিও আগের রিপোর্টে বলা হয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসবে। যাইহোক, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবে।

Samsung Galaxy A73 5G ফোনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও সিম ট্রে। যদিও এতে ৩.৫মিমি হেডফোন জ্যাক দেওয়া হবে না। ডিভাইসটির ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার থাকবে।

পূর্ববর্তী রিপোর্টে বলা হয়েছিল, Samsung Galaxy A73 5G ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ডুয়েল সিম সাপোর্ট থাকবে। ফোনটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসতে পারে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে আইপি৬৭ রেটিং দেওয়া হতে পারে। গিকবেঞ্চ‌ থেকে জানা গিয়েছে Samsung Galaxy A73 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও‌ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন