Samsung Galaxy A73 5G, Galaxy A33 5G শীঘ্রই বাজারে আসছে, দেখা গেল FCC ও Google Play Console-এ

স্যামসাং বর্তমানে তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত Samsung Galaxy A73 5G এবং Galaxy A33 5G ফোনগুলির ওপর কাজ চলছে বলে জানা গেছে। এই নতুন হ্যান্ডসেটগুলির লঞ্চের তারিখটি যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে লঞ্চের আগেই এবার এই স্মার্টফোনগুলিকে একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া গেল। Galaxy A73 5G মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)- এর সাইটে উপস্থিত হয়েছে, আবার Galaxy A33 5G- কে Google Play Console ওয়েবসাইটে স্পট করা গেছে৷ আসুন তাহলে জেনে নেওয়া যাক সার্টিফিকেশন সাইটগুলি থেকে এই আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে এসেছে।

Samsung Galaxy A73 5G ও Galaxy A33 5G ফোনগুলি উপস্থিত বিভিন্ন সার্টিফিকেশন সাইটের তালিকায়

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর রিপোর্ট অনুযায়ী, SM-A736B মডেল নম্বর সহ একটি নতুন স্যামসাং ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)- এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এর আগে অন্যান্য সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে জানা গেছে, এই মডেল নম্বরটি আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি-এর সাথে যুক্ত। সদ্য প্রকাশিত এফসিসি- এর তালিকা অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে আসবে।

অন্যদিকে, মাইস্মার্টপ্রাইস গুগল প্লে কনসোল-এ স্যামসাং গ্যালাক্সি এ ৩৩ ৫জি-এর লিস্টিং সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যার থেকে ডিভাইসটির কিছু প্রধান স্পেসিফিকেশনও সামনে এসেছে। এই আসন্ন ডিভাইসটি SM-A336B মডেল নম্বর সহ গুগল প্লে কনসোল-এ তালিকাভুক্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনটি এক্সিনস ১২০০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে যে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ (One UI 4.0) কাস্টম স্কিনে চলবে এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটি ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে সহ আসবে।

প্রসঙ্গত, শোনা যাচ্ছে Samsung Galaxy A73 ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে। এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে এবং এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনের পিছনে ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া, নতুন Samsung Galaxy A73 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

উল্লেখ্য, Samsung Galaxy A33 5G মডেলটি সম্পর্কেও পূর্বে একাধিক রিপোর্ট থেকে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এই হ্যান্ডসেটটি ৬.৪ ইঞ্চির ইনফিনিটি-ইউ হোল-পাঞ্চ ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির ফাঁস হওয়া রেন্ডারগুলি থেকে জানা গেছে যে, এতে ফটোগ্রাফির জন্য একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।