Samsung Galaxy A73 5G: স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের প্রথম 108MP ক্যামেরার ফোন লঞ্চের অপেক্ষায়

Samsung চলতি মাসে তাদের Galaxy A সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। সেগুলির মধ্যে অন্যতম Galaxy A73 5G। এই হ্যান্ডসেটের অস্তিত্বের বিষয়টি গত বছরের ডিসেম্বরে প্রথম নিশ্চিত করা গিয়েছিল‌। যে টুকু খবর, Samsung Galaxy A73 5G মডেলটি গ্যালাক্সি এ সিরিজের প্রথম ফোন হবে, যাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। গতকাল Samsung Galaxy A73 5G গিকবেঞ্চের ডেটাবেসে স্পট করা হয়েছিল। আর এখন সেটি Bluetooth SIG সাইটে লিস্টেড হয়েছে‌।

Samsung Galaxy A73 5G Bluetooth SIG সার্টিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি-এর দু’টি ভ্যারিয়েন্ট ব্লুটুথ এসআইজির শংসাপত্র পেয়েছে। একটি SM-A736B মডেল নম্বরের এবং অপরটির মডেল নম্বর SM-A736B_DS। স্মার্টফোনটি ব্লুটুথ ৫.০ ভার্সনের সাথে আসবে‌। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি সম্পর্কে সেখান থেকে আর কোনও তথ্য সামনে আসেনি।

প্রসঙ্গত, এর আগে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy A73 5G অন্তত ৮ জিবি র‍্যাম এবং অক্টা-কোর Snapdragon 778G প্রসেসরের সাথে আসবে। সাম্প্রতিক কালে লঞ্চ হওয়া স্যামসাংয়ের অন্যান্য ফোনের মতো এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে‌। অন্য দিকে, FCC নিশ্চিত করেছে, ডিভাইসটির ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy A73 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং আইপি৬৭ ওয়াটার রেজিট্যান্স রেটিং-সহ আসবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন