Samsung Galaxy A73 আগামী বছরের শুরুতেই 108MP ক্যামেরা সহ আসছে, ফাঁস হল দাম ও রেন্ডার

Samsung আগামী বছরে, অর্থাৎ ২০২২ সালে তাদের একাধিক ‘A’ সিরিজের ফোন লঞ্চ করবে বলে খবর। তারমধ্যে রয়েছে মিড-রেঞ্জার ফোন Samsung Galaxy A73। আগামী বছরের প্রথম দিকেই লঞ্চ হতে পারে এই ফোনটি। বেশ কিছুদিন ধরেই ফোনটির বিষয়ে নানা তথ্য উঠে আসছে। পূর্বে Samsung Galaxy A73 স্মার্টফোনের কয়েকটি কনসেপ্ট রেন্ডার সামনে আসে। সম্প্রতি বিখ্যাত এক টিপস্টার এই ডিভাইসটির সিএডি (CAD) রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এই রেন্ডারগুলিতে Samsung Galaxy A72 -এর উত্তরসূরি Samsung Galaxy A73- এর কম্পিউটার-এডেড ডিজাইনটি ধরা পড়েছে। এছাড়াও জানা গেছে, এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 750G প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ।

স্যামসাং গ্যালাক্সিএ৭৩- এর সম্ভাব্য দাম (Samsung Galaxy A73 Expected Price)

সূত্র মারফৎ জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনটির দাম শুরু হতে পারে ৩২,৯৯৯ টাকা থেকে। ব্ল্যাক ও গোল্ড – এই দুটি কালারে পাওয়া যেতে পারে স্মার্টফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A73 Expected Specifications)

জনপ্রিয় টিপস্টার অনলিকস (Onleaks) স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনটির এই নতুন রেন্ডারগুলি শেয়ার করেছেন। এর থেকে আগের তুলনায় ফোনটি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা করা যাচ্ছে। রেন্ডার অনুযায়ী, এই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। পূর্বে পাওয়া রিপোর্ট থেকে জানা গেছে, ডিসপ্লের ডিফল্ট রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে, কিন্তু আবার এটিকে ১২০ হার্টজ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই স্মার্টফোনে দেখা যেতে পারে বক্সি ডিজাইন। ফোনটির থিকনেস ৭.৬ মিমি হতে পারে।

এছাড়া, ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে বাম দিকে প্রোট্রুডেড বা সামনের দিকে উঠে থাকা কোয়াড ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। রিয়ার প্যানেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি ১০৮ মেগাপিক্সেলের হতে পারে। প্রসঙ্গত, পূর্বসূরি Samsung Galaxy A72 ফোনে ছিল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। Samsung Galaxy A73 ফোনের বাকি ক্যামেরা সেন্সরগুলি সম্পর্কে জানা যায়নি।

এদিকে স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। ফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে। এই ডিভাইসটি রান করবে অ্যান্ড্রয়েড১২ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে। Samsung Galaxy A73 স্মার্টফোনে পাওয়ায় ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি আইপি৬৭ ওয়াটার রেজিস্ট্যান্স সহ আসতে পারে।