S Pen সাপোর্ট সহ Samsung Galaxy Dual Fold ফোনের পেটেন্ট সামনে এল

স্যামসাং (Samsung) তাদের ফোল্ডেবল প্রযুক্তির জন্য যথেষ্ট সমাদৃত। স্যামসাংয়ের ইতিমধ্যেই দুটি ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপও বাজারে বিদ্যমান রয়েছে। এগুলি হল – Samsung Galaxy Z Fold, Galaxy Z Flip। এই সিরিজের স্মার্টফোনগুলি ক্রেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তাই সাউথ কোরিয়ান সংস্থাটি যে তাদের ফোল্ডেবল ফোনের জনপ্রিয়তাকে অক্ষুন্ন রাখার জন্য লেটেস্ট প্রযুক্তি সহ নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনবে, তা খুবই স্বাভাবিক। চলতি মাসে স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স শোয়ের (CES) মঞ্চে তাদের লেটেস্ট ফ্লেক্স ফোল্ডেবল প্রযুক্তি (Flex Foldable Technology) প্রদর্শন করেছে। এখন আবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে এস-পেন (S-Pen) হোল্ডার সহ একটি ডুয়েল ফোল্ডিং স্যামসাং ফোনের পেটেন্ট প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে জেনে নিই ঠিক কি কি তথ্য উঠে এসেছে এই পেটেন্টটি থেকে।

প্রকাশ্যে এল S-Pen সাপোর্ট সহ Samsung Galaxy Dual Fold ফোনের পেটেন্ট

লেটসগোডিজিট্যালের (LetsGoDigital) রিপোর্ট অনুযায়ী, নতুন স্যামসাং গ্যালাক্সি ডুয়েল ফোল্ডের একটি পেটেন্ট গতবছর জুলাইয়ে দাখিল করা হয়েছিল এবং এটি এখন প্রকাশ করা হয়েছে। পেটেন্টের ছবি থেকে ফোল্ডেবল ফোনের চিত্তাকর্ষক ডিজাইনটি সামনে এসেছে। এই ধরনের এস-পেন স্টাইলাস হোল্ডার সংস্থার প্রথম Z-স্টাইলের ফোল্ডেবল ফোনের কনসেপ্ট হতে পারে।

পেটেন্ট অনুযায়ী, এই ফোল্ডেবল ফোনে দুটি হিঞ্জ এবং স্ক্রিনের তিনটি অংশ রয়েছে। এখানে ভাঁজ করার সময়, ফোনের পিছনের কিছু অংশ স্ক্রিনের মধ্যে আবদ্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, এই ফোল্ডেবল ফোনটির পিছনের ডানদিকে দুটি কাট-আউট রয়েছে বলে মনে করা হচ্ছে। এই কাট-আউটগুলি চুম্বকীয়ভাবে স্টাইলাসটিকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হবে। ছবিগুলিতে দেখানো হয়েছে, এস পেনটি পুরোপুরি ফোনের মাঝখানে অবস্থান করছে।

এছাড়াও, চুম্বকীয়ভাবে সংযুক্ত থাকার কারণে ফোনটি খোলার পরেও এস পেনটি পড়ে যাবে না বলেই ধারণা করা হচ্ছে। এস পেনটি নিচ থেকে বের করে নেওয়া যেতে পারে, ঠিক যেমনটা দেখা যায় স্যামসাংয়ের নোট সিরিজ বা আসন্ন Samsung Galaxy S22 আল্ট্রা ফোনের এস পেনের ক্ষেত্রে।

উল্লেখ্য, যদি স্যামসাংয়ের এই কনসেপ্টটি বাস্তবায়িত হয়, তবে এটি ক্লাসিক নোট সিরিজের ভক্তদের জন্য একটি দুর্দান্ত চমক নিয়ে আসবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের এক অভূতপূর্ব মিশেল ব্যবহার করার সুযোগ পাবেন।