Samsung Galaxy F41 ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন আপডেট

গত বছর অক্টোবরে ভারতের লঞ্চ হয়েছিল Samsung Galaxy F41। তখন এই ফোনে ছিল অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই কাস্টম স্কিন। এরপর এই বছরের শুরুতেই ফোনটির…

গত বছর অক্টোবরে ভারতের লঞ্চ হয়েছিল Samsung Galaxy F41। তখন এই ফোনে ছিল অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই কাস্টম স্কিন। এরপর এই বছরের শুরুতেই ফোনটির জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ৩.০ রোল আউট করা হয়। এবার স্যামসাং গ্যালাক্সি এফ ৪১, ওয়ান ইউআই ৩.১ আপডেট (Android 11 Based One UI 3.1) পেতে শুরু করল। এর সাথে ফোনটি মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাচ্ছে।

Sammobile এরা রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy F41 এর ভারতীয় ইউজারদের জন্য ওয়ান ইউআই ৩.১ আপডেট আনা হয়েছে। এই আপডেটের সাথে ফোনটি মার্চ মাসের সিকিউরিটি প্যাচও (March 2021 Android Security Patch) পাবে। নতুন আপডেটের ফার্মওয়্যার ভার্সন F415FXXU1BUC8 এবং সাইজ ১ জিবি।

নতুন আপডেট ইনস্টল করার পর ফোনের ক্যামেরা যেমন উন্নত হবে, তেমনি এর সিস্টেম ও শক্তিশালী হবে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন, তাহলে শীঘ্রই নতুন আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি ম্যানুয়ালি Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

Samsung Galaxy F41 এর কথা বললে, ভারতে এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৫,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৬,৪৯৯ টাকা। এই ফোনে আপনি পাবেন ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ৬ জিবি র‌্যাম, অক্টা কোর প্রসেসর ও sAMOLED ডিসপ্লে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন