আসছে আরেকটি সস্তা 5G ফোন, Samsung Galaxy F42 5G ফোনকে দেখা গেল Geekbench-এ

Samsung গতকাল ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছে Galaxy A22 5G। তবে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি শীঘ্রই F সিরিজের অধীনে আরেকটি সস্তা 5G…

Samsung গতকাল ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসেবে লঞ্চ করেছে Galaxy A22 5G। তবে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি শীঘ্রই F সিরিজের অধীনে আরেকটি সস্তা 5G ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Samsung Galaxy F42 5G (স্যামসাং গ্যালাক্সি এফ ২২ ৫জি)। সম্প্রতি এই ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেছে। যার পর অনুমান করা হচ্ছে, Samsung Galaxy F42 5G ফোনটি Galaxy A22 5G এর রি-ব্র্যান্ডেড ভার্সন হবে।

Samsung Galaxy F42 5G এর Geekbench লিস্টিং

Samsung-Galaxy-F42-5G-Sm-E426B-Geekbench

গিকবেঞ্চ থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি ফোনের মডেল নম্বর হল- SM-E426B। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হবে। প্রসঙ্গত স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনে একই প্রসেসর আছে। ফলে গ্যালাক্সি এফ ৪২ ৫জি ফোনটি রি-ব্র্যান্ড করে বাজারে আনা হতে পারে। এর আগে স্যামসাং-কে বহুবার এই কাজ করতে দেখা গেছে।

যাইহোক গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে, Samsung Galaxy F42 5G ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। আবার এখানে ফোনটিকে ৬ জিবি র‌্যাম সহ সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। উল্লেখ্য Galaxy A22 5G ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম সহ লঞ্চ হয়েছে।

গিকবেঞ্চে Samsung Galaxy F42 5G ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫৫৯ এবং ১,৭১৯ স্কোর করেছে।

প্রসঙ্গত এর আগে Samsung Galaxy F42 5G ফোনটি ভারতের BIS ও ব্লুটুথ সার্টিফিকেশন লাভ করেছিল। ফলে ফোনটি যে শীঘ্রই লঞ্চ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন