আজ প্রথমবার কেনা যাবে সস্তা ফোন Samsung Galaxy M02s

জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল বাজেট ফোন Samsung Galaxy M02s। আজ এই ফোনটি প্রথমবার কেনা যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফোনটির বিক্রি শুরু হবে। স্যামসাং গ্যালাক্সি…

জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল বাজেট ফোন Samsung Galaxy M02s। আজ এই ফোনটি প্রথমবার কেনা যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফোনটির বিক্রি শুরু হবে। স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দাম শুরু হয়েছে ৮,৯৯৯ টাকা থেকে। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। এছাড়াও Samsung Galaxy M02s এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy M02s এর দাম, সেল অফার

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০২এস দুটি স্টোরেজ সহ পাওয়া যাবে। যেগুলি হল ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা ও ৯,৯৯৯ টাকা। ফোনটি আজ অনলাইনে Samsung.com, Amazon.in থেকে কেনা যাবে।

Amazon Republic Sale এর কারণে SBI এর ক্রেডিট কার্ড গ্রাহকরা এই ফোনের ওপর ১০ শতাংশ ছাড় পাবে। ফোনটি ব্ল্যাক, ব্লু ও রেড কালারে উপলব্ধ।

Samsung Galaxy M02s এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম০২এস ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে সহ এসেছে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০x১৫৬০ পিক্সেল এবং ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ভি। এই ফোনে ১৪এনএম ফেব্রিকেশন প্রসেসে নির্মিত ১.৮ গিগাহার্টজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

Samsung Galaxy M02s ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরাস সহ এসেছে। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (এফ/২.২)। ফোনটিতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএসে বেসড ওয়ানইউআই এ চলবে।