সস্তায় চারটি ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি, ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12

ঘোষণা মত আজ ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12। বাজেট রেঞ্জে আসা এই ফোনে ৮ এনএম এক্সিনস ৮৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও যারা শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম১২ আদর্শ। কারণে ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়াও এই ফোনে পাবেন ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ইনফিনিটি ভি ডিসপ্লে। প্রসঙ্গত Samsung Galaxy M12 গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy M12 এর দাম ও সেলের তারিখ

স্যামসাং গ্যালাক্সি ভারতে ১০,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বিকল্পে কেনা যাবে। যার দাম ১৩,৪৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে- অ্যাট্রাক্টিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু, ট্রেন্ডি এমেরাল্ড গ্রীন। আগামী ১৮ মার্চ Amazon, Samsung.com সহ রিটেল স্টোর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy M12 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) টিএফটি এলসিডি। এর আসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি ভি, যার মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। সাথে আছে Mali G76 জিপিইউ। আবার ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy M12 ফোনের পিছনে চারটি ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সেন্সর (এফ/২.০)। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)।  সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। অ্যান্ড্রয়েড ১১ বেসড এই ফোনটি One UI সিস্টেমে চলবে। 

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৫৮ ঘন্টা টকটাইম অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এই ফোনে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া আছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/ এ-জিপিএস, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ২২১ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন