Samsung Galaxy M13 5G ফোনের ডিজাইন রেন্ডার ফাঁস, জেনে নিন বৈশিষ্ট্য

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ড Samsung বর্তমানে Galaxy M13 5G নামের একটি স্মার্টফোনের উপর কাজ করছে, যা শীঘ্রই লঞ্চের মুখ দেখবে বলে গুঞ্জন উঠেছে টেকপাড়ায়। যদিও সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে হালফিলে এই ডিভাইসটির একগুচ্ছ ‘হ্যান্ডস অন’ ছবি অনলাইনে ফাঁস করা হয়েছে, যা শীঘ্রই এটির আগমনেরই আভাস দিচ্ছে। লিক হওয়া লাইভ ইমেজগুলিতে স্মার্টফোনটির সম্ভাব্য ডিজাইন ও মডেল নম্বর দেখা গেছে। সেক্ষেত্রে রেন্ডার অনুসারে, Samsung Galaxy M13 5G ব্ল্যাক কালার অপশন এবং LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। আর, ফোনটির সামনে সম্ভবত একটি ওয়াটারড্রপ-নচ স্টাইলের ডিসপ্লে দেওয়া হবে এবং সাইড মাউন্টেড পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকবে। প্রসঙ্গত, Samsung Galaxy M13 5G স্মার্টফোনটি গত বছর ফেব্রুয়ারি মাসে আগত Samsung Galaxy M12 4G মডেলের সাক্সেসর ভার্সন রূপে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

ফাঁস হল Samsung Galaxy M13 5G স্মার্টফোনের রেন্ডার, ডুয়েল রিয়ার সেন্সর ও ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে আসার ইঙ্গিত

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনের ‘লাইভ ইমেজ’ প্রকাশের নেপথ্য আছে 91Mobiles। ওয়েবসাইটটি, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের একটি ডামি ভার্সনের মোট ৯টি ‘হ্যান্ডস অন’ লাইভ ইমেজ শেয়ার করেছে ইন্টারনেটে। যেখানে, এই হ্যান্ডসেটটিকে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। তবে, আমাদের অনুমান, লঞ্চের সময়ে এর আরো বেশ কয়েকটি কালার অপশন উপলব্ধ করা হবে। যাইহোক, কালার অপশনের পাশাপাশি ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কেও জানা গেছে। সেক্ষেত্রে, ডিভাইসটির পিছনে উপরিভাগে বাঁ দিকে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল ক্যামেরা সেন্সর ইউনিট থাকবে। যদিও সেন্সর দুটির রেজোলিউশন সম্পর্কিত তথ্য এখনো অধরা।

তদুপরি, ফাঁস হওয়া রেন্ডার অনুসারে আলোচ্য স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের ডান মেরুতে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হবে। আর এই পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে দাবি করা হয়েছে। একই ভাবে, ডিসপ্লের বাঁ দিকে একটি সিম ট্রে স্লট দেখা গেছে লাইভ ইমেজে। আর, ডিভাইসের নিচের দিকে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং একটি মাইক্রোফোন কানেক্টর থাকবে বলে মনে করা হচ্ছে। তদুপরি, Samsung Galaxy M13 5G ফোনের ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের হতে পারে। তবে এই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ ফাঁস হওয়া ‘হ্যান্ডস অন’ ছবিতে ডিসপ্লের প্যানেল দেখা যায়নি।

প্রসঙ্গত, ভারতে ঠিক কত দিনের মধ্যে গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনকে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনো কোনো বিশদ শেয়ার করেনি স্যামসাং। তবে, ডিভাইসটির উৎপাদন কার্য ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বলে সম্প্রতি সামনে আসে। যাইহোক, রেন্ডার অনুসারে, উক্ত হ্যান্ডসেটটি ভারতে SM-M135 মডেল নম্বরের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ইউজার ইন্টারফেস দ্বারা চালিত হবে।

এছাড়া Samsung Galaxy M13 5G ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারিও অফার করবে বলে অনুমান করছেন।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago