Samsung Galaxy M21 ইউজারদের জন্য খুশির খবর, এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

গতবছর মার্চে অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ২.০ কাস্টম ওএস এর সাথে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M21। এরপর ফোনটি ওয়ান ইউআই ২.১, ওয়ান ইউআই ২.৫ এবং চলতি বছরের জানুয়ারিতে ওয়ান ইউআই ৩.০ আপডেট পায়। তবে এবার গ্যালাক্সি এম২১ এর জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কোর (Android 11-based One UI 3.1) আপডেট রোল আউট করলো স্যামসাং। এরফলে ফোনটি ব্যাকগ্রাউন্ড ভিডিও কল, প্রাইভেট শেয়ার, ছবি থেকে জিপিএস লোকেশন ডেটা মোছা এর মত একাধিক সুবিধা পাবে।

Samsung Galaxy M21 এর জন্য আসা অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কোর আপডেটের বিল্ড নম্বর M215FXXU2BUC8। এই আপডেটের সাইজ ৯৬০ এমবি। নতুন আপডেটের সাথে ফোনটি মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও (March 2021 Android security patch) পাবে। ফলে নতুন ফিচার যুক্ত হওয়ার সাথে সাথে ফোনের সিস্টেমও শক্তিশালী হবে।

আজ থেকেই ভারতীয় স্যামসাং গ্যালাক্সি এম২১ ইউজাররা নতুন আপডেট পেতে শুরু করেছেন। সেক্ষেত্রে আমরা অনুরোধ করবো ফোনে ৬০ শতাংশের বেশি চার্জ এবং শক্তিশালী ওয়াই-ফাই-এ কানেক্ট করে এই আপডেট ডাউনলোড করতে। আপনার ফোনে এই আপডেট এসেছে কিনা চেক করতে Settings > Software updates > Download and install স্টেপগুলি ফলো করতে পারেন।

Samsung Galaxy M21 এর কথা বললে, এই ফোনে আছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ইউ সুপার AMOLED ডিসপ্লে, এক্সিনস ৯৬১১ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ট্রিপল রিয়ার ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন