ভারতে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy M31s এর সম্পূর্ণ ফিচার, জেনে নিন দাম

কয়েকদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম যে, স্যামসাং তাদের নতুন ফোন ৩০ জুলাই ভারতে লঞ্চ করবে। এই ফোনের নাম Samsung Galaxy M31s। এমনকি এই ফোনটি Amazon…

কয়েকদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম যে, স্যামসাং তাদের নতুন ফোন ৩০ জুলাই ভারতে লঞ্চ করবে। এই ফোনের নাম Samsung Galaxy M31s। এমনকি এই ফোনটি Amazon থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। ফোনটির সেল শুরু হতে পারে ৬ আগস্ট থেকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে এবার লঞ্চের আগেই এই ফোনের বাকি ফিচার জানা গেল।

টিপ্সটার ঈশান অগ্রবাল আজ Samsung Galaxy M31s ফোনের স্পেসিফিকেশন টুইট করে জানিয়েছেন। যদিও তিনি ফোনের দামের বিষয়ে কিছু বলতে পারেন নি। স্যামসাং সবসময় এম সিরিজকে বাজেট ও মিড বাজেট রেঞ্জে লঞ্চ করে। আসা করি এই ফোনটিও ১৬-২০ হাজার টাকার মধ্যে আসবে।

ঈশানের টুইট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনটি মেরাজ ব্ল্যাক এবং মেরাজ ব্লু কালারে আসবে। এই ফোনের থাকবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড Infinity-O ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ৪০৭ পিপিআই পিক্সেল ডেনসিটির সাথে আসবে। প্রসেসর হিসাবে এখানে দেওয়া হবে এক্সিনস ৯৬১১।

ফটোগ্রাফির জন্য Galaxy M31s ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকবে এফ/২.২ এর সাথে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। আবার ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। সেলফির জন্য এই ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৬,০০০ এমএএএইচ ব্যাটারির সাথে আসবে। এতে ২৫ ওয়াট চার্জিং চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। চার্জের জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট।