Samsung Galaxy M33 5G ফোনে থাকবে বিশাল 6000mAh ক্যাপাসিটির ব্যাটারি, পেল সেফটি কোরিয়ার ছাড়পত্র

এবছর আগস্ট মাসে Samsung Galaxy M32 5G ফোনটি বাজারে লঞ্চ হয়েছিল। এর কয়েক মাস পর থেকেই শোনা যায় স্যামসাং এই ফোনের উত্তরসূরি, Samsung Galaxy M33…

এবছর আগস্ট মাসে Samsung Galaxy M32 5G ফোনটি বাজারে লঞ্চ হয়েছিল। এর কয়েক মাস পর থেকেই শোনা যায় স্যামসাং এই ফোনের উত্তরসূরি, Samsung Galaxy M33 5G-এর উপর কাজ করছে। যদিও এরপর থেকে ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য আসেনি। তবে আজ এই ফোনের ব্যাটারি সেফটি কোরিয়া থেকে ছাড়পত্র পেয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। জানা গেছে Samsung Galaxy M33 5G ফোনে থাকবে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy M33 5G ফোনের ব্যাটারি লাভ করল সেফটি কোরিয়া সাইটের ছাড়পত্র

স্যামমোবাইলের সাম্প্রতিক রিপোর্টে Samsung Galaxy M33 5G ফোনের ব্যাটারি সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, EB-BM336ABN মডেল নম্বর সহ একটি স্যামসাং স্মার্টফোনের ব্যাটারি সেফটি কোরিয়া (Safety Korea) থেকে ছাড়পত্র লাভ করেছে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি ৫,৮৩০ এমএএইচ, তাই বলাই যায় এটিকে ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি বলেই প্রচার করা হবে।

দাবি করা হয়েছে, EB-BM336ABN মডেল নম্বরের স্যামসাং স্মার্টফোনের ব্যাটারিটি ব্যবহার করা হবে Samsung Galaxy M33 5G (SM-M336) ফোনে। যদি তাই হয়, তাহলে এই ফোনটি Galaxy A33 5G ফোনের থেকে আলাদা হবে, কারণ Galaxy A33 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে একাধিক রিপোর্ট দাবি করা হয়েছিল, Galaxy M33 5G ফোনটি Galaxy A33 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করবে। কারণ এর আগে ফোন দুটির পূর্বসূরী Samsung Galaxy M32 5G ও Samsung Galaxy A32 5G একই বৈশিষ্ট্য সহ বাজারে এসেছিল।

যাইহোক, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনটির ফিচার এখনও কোম্পানির তরফে জানানো হয়নি। তাই আমরা এক্ষুনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না।

এদিকে, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটি সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য জানা গেছে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোলের বদলে ডিউ ড্রপ নচ হতে পারে। আবার এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে না বলেই শোনা যাচ্ছে। এছাড়া ফোনটি ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৭ সার্টিফিকেশন সাথে আসতে পারে।