Samsung Galaxy M42 5G ভারতে আসার আগেই দাম ফাঁস! সস্তায় দুর্ধর্ষ ফিচার

Samsung Galaxy M42 5G যে শীঘ্রই ভারতে লঞ্চ হবে সেকথা আমরা বিগত কয়েকটি পোস্টে বারংবার বলেছি। Galaxy M সিরিজের প্রথম 5G ফোনটি সম্পর্কে টিপস্টাররা প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আনছেন। পাশাপাশি সার্টিফিকেশন সাইটগুলি থেকেও আমরা স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি এর মূখ্য স্পেসিফিকেশন জানতে পারছি। তবে নতুন একটি রিপোর্টে, এবার এই ফোনের দাম ফাঁস করা হল।

IANS এর এই রিপোর্ট অনুযায়ী, ভারতে Samsung Galaxy M42 5G এর মূল্য রাখা হবে ২০,০০০-২৫,০০০ টাকা। জানিয়ে রাখি, Galaxy A32 4G কয়েক সপ্তাহ আগেই একই রেঞ্জে ভারতে লঞ্চ হয়েছিল। যদিও এম সিরিজের ৫জি ফোন চলে এলে এই এ সিরিজের ফোনের চাহিদা যে কমবে তা বলার অপেক্ষা রাখে না।

Samsung Galaxy M42 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ও বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি ফোনে ২.১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হবে। গ্রাফিক্সের জন্য থাকবে এড্রেনো ৬১৯ জিপিইউ। ফোনটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

আবার ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। Samsung Galaxy M42 5G ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন