২৫ অগাস্ট লঞ্চের আগে Samsung Galaxy M52 5G, Galaxy M32 5G-এর সমস্ত ফিচার ফাঁস, দেখে নিন

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung তাদের নতুন স্মার্টফোন Galaxy M52 5G এবং Galaxy M32 5G -এর লঞ্চের তারিখ জনসমক্ষে এনেছে। এই আপকামিং স্মার্টফোন দুটি আগামী ২৫শে অগাস্ট ভারতে পা রাখতে চলেছে। উভয় ফোনই বেশ কিছুদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। Samsung ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Galaxy M32 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ এসওসি, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে প্যানেল এবং কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটি Galaxy A32 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের আগে একটি টেক-সাইট এবং টিপস্টারের দৌলতে, Samsung Galaxy M52 5G এবং Galaxy M32 5G -এর প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার, ইশান আগরওয়াল, ৯১মোবাইলস কে জানিয়েছেন, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ (OneUI 3.1) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। আর ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি এসওসি (System on a Chip) ব্যবহার করা হবে। স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম সহ পাওয়া যাবে।

ডিসপ্লের ক্ষেত্রে, এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে দেখা যেতে পারে। আবার ক্যামেরা ফ্রন্টের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে৷ এই তিনটি ক্যামেরা হল, ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : ২.৪) ডেপ্থ সেন্সর৷ এছাড়া এতে ৩২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেলফি-শুটার পাওয়া যাবে৷

কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ১১টি ব্যান্ডসের সাপোর্ট সহ আসবে। এতে থাকবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। গ্যালাক্সি এম৫২ ৫জি স্মার্টফোনের ওজন ১৭৫ গ্রাম এবং পরিমাপ ১৬৪x৭৬x৭ মিমি।

Samsung Galaxy M32 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার বলেছেন, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT ইনফিনিটি-ভি ডিসপ্লে দেখা যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট থাকতে পারে ৬০ হার্টজ। অন্যদিকে, মাল্টিটাস্কিং এবং ফাস্ট-পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ এসওসি ব্যবহার করা হবে বলে স্যামসাং নিশ্চিত করেছে। এছাড়া, পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আসন্ন হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.০ (OneUI 3.0) সিস্টেমে চলবে।‌

প্রিমিয়াম ডিজাইনের স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) ম্যাক্রো শুটার। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনের অংশে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি নক্স সিকিউরিটি (Knox Security) সহ আসবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন