Samsung Galaxy M33 5G, Galaxy M53 আগামী 27 মার্চ‌ এই মার্কেটে লঞ্চ হচ্ছে, সামনে এল অফিসিয়াল পোস্টার সহ ফিচার

স্যামসাং চলতি মাসের প্রথম দিকেই তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, Samsung Galaxy M33 5G-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। যদিও ফোনটি এখনও কোনো মার্কেটে উপলব্ধ হয়নি। যদিও শীঘ্রই ফোনটি ভারতে আসবে বলে জানা গেছে। তবে আজ এক টিপস্টার এই ফোনটির সাথে আসন্ন Samsung Galaxy M53-এর একটি অফিসিয়াল লুকিং পোস্টার সামনে এনেছেন। তিনি দাবি করেছেন আগামী ২৭ মার্চ Galaxy M-সিরিজের এই ফোন দুটি ভিয়েতনামের বাজারে লঞ্চ হতে চলেছে।

ভিয়েতনামের বাজারে দুটি স্যামসাং M সিরিজের স্মার্টফোন চলতি মাসেই আসবে

টিপস্টার ‘দা পারফেক্ট পিএফপি’ (Da perfect pfp) টুইটারে স্যামসাংয়ের একটি অফিসিয়াল পোস্টার শেয়ার করে জানিয়েছেন, আগামী ২৭ মার্চ ভিয়েতনামে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এবং গ্যালাক্সি এম৫৩ মডেল দুটি লঞ্চ করা হবে। এই পোস্টারটি আরও প্রকাশ করেছে যে, এই আপকামিং ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্যামসাং গ্যালাক্সি এম৬-এর অনুরূপ ক্যামেরা মডিউল এবং ৫জি কানেক্টিভিটি থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M33 5G Specifications)

স্যামসাং ইতিমধ্যেই গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর বেশিরভাগ স্পেসিফিকেশনই প্রকাশ করেছে। এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০x ২,৪০৮ পিক্সেল) টিএফটি এলসিডি ডিসপ্লে আছে। এই ডিভাইসটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। পূর্ববর্তী গিকবেঞ্চ তালিকা অনুসারে, এটি ৫জি কানেক্টিভিটি যুক্ত স্যামসাংয়ের এক্সিনস ১২৮০ চিপসেটটি হবে৷ এই হ্যান্ডসেটে ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। তবে, মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M33 5G-এর ব্যাক প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এর সাথে সেলফির জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের স্ন্যাপার দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy M33 5G-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) ইউজার ইন্টারফেসে রান করবে। এছাড়া, এই স্যামসাং ডিভাইসটিতে একটি অ্যাক্সিলোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, ভার্চুয়াল লাইট সেন্সর, ভার্চুয়াল এবং প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।