আর আসবেনা Xiaomi-র A সিরিজের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন? জল্পনা বাড়ালো Poco

লঞ্চের পরে কমপক্ষে দু’বছর ধরে অপারেটিং সিস্টেমের আপডেট এবং অন্তত তিন বছরের জন্য সিকিউরিটি প্যাচ; পাশাপাশি গুচ্ছ গুচ্ছ প্রি-লোডেড অ্যাপ্লিকেশনের থেকে চিন্তামুক্তি ও অ্যান্ড্রয়েডের প্রায় স্টক সংস্করণ, ইউজারদের এমনই অভিজ্ঞতা দিতে ২০১৪ সালে Google (গুগল) এর অ্যান্ড্রয়েড ওয়ান (Android One) প্রোগ্রামের সূচনা হয়েছিল৷ আর ২০১৭ সালে Mi A1 স্মার্টফোনের হাত ধরে প্রথম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স’ (ওইএম) হিসেবে শাওমি (Xiaomi) অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের সেকেন্ড জেনারেশনের সূচনা করে৷ তারপর শাওমির অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন লাইআপে একে একে Mi A2, Mi A2 Lite, এবং Mi A3 লঞ্চ হয়েছে৷ তবে বিগত দু’বছর ধরে Xiaomi A সিরিজের নতুন কোনো স্মার্টফোন বাজারে আসতে দেখা যাচ্ছে না৷ যদিও A সিরিজ বন্ধ করার কথা কোম্পানির তরফে সরকারিভাবে ঘোষণা হয়নি৷ তাহলে কারণটা কী? শাওমি না জানালেও তাদের সাব ব্র্যান্ড পোকো (Poco)-র দু’ই শীর্ষকতা এক সাম্প্রতিক সাক্ষাতকারে অ্যান্ড্রয়েড ওয়ান সর্ম্পকিত এমনই একটি প্রশ্নের উত্তর দিয়েছেন৷

গতকাল, অ্যান্ড্রয়েড সেন্ট্রাল, পোকো গ্লোবাল টিমের দু’জন এগজিকিউটিভের সাথে এক এক্সক্লুসিভ সাক্ষাতকার নিয়েছিল৷ যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল পোকো-র আপকামিং ফোন Poco M3 Pro 5G এবং কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা৷

অ্যান্ড্রয়েড ওয়ান নিয়ে প্রশ্ন করা হলে তাঁদের মধ্যে একজন সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা তাঁদের নেই৷ ফলে ভবিষ্যতে সস্তায় স্টক অ্যান্ড্রয়েড সহ পোকো ব্র্যান্ডেড হ্যান্ডসেটের প্রত্যাশা না করাই ভাল৷

প্রসঙ্গত, Motorola ও Nokia-র মতো কোম্পানি যেখানে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনে হতাশাজনক হার্ডওয়্যার অফার করতো৷ সেখানে Xiaomi ছিল একমাত্র কোম্পানি যারা Motorola ও Nokia-র দামে উন্নত ফিচার সহ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন লঞ্চ করেছিল৷ তবে বিভিন্ন বাগ এবং প্রতিশ্রুতিমতো A সিরিজের ডিভাইসে আপডেট না পাওয়ার অভিযোগ Xiaomi-র ভাবমূর্তিতে প্রভাব ফেলেছিল৷ তাই নিশ্চিত না করলেও এই কারণেই কোম্পানি হয়তো এই সিরিজের নতুন কোনো হ্যান্ডসেট লঞ্চ করছে না এবং অফিসিয়াল ঘোষণা ছাড়াই A সিরিজকে চিরতরে বিদায় জানিয়েছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন