লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy Note 20-র সমস্ত স্পেসিফিকেশন, থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Samsung আগামী ৫ই আগস্ট ভার্চুয়াল Galaxy Unpacked ২০২০ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে কোম্পানি মোট ৫টি ডিভাইস লঞ্চ করবে। এর মধ্যে Samsung Galaxy Note 20…

Samsung আগামী ৫ই আগস্ট ভার্চুয়াল Galaxy Unpacked ২০২০ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে কোম্পানি মোট ৫টি ডিভাইস লঞ্চ করবে। এর মধ্যে Samsung Galaxy Note 20 সিরিজও থাকবে। এই সিরিজে কোম্পানি Galaxy Note 20 এবং Galaxy Note 20 Ultra, দুটি স্মার্টফোনের লঞ্চ করবে। কয়েকদিন আগেই গ্যালাক্সি নোট ২০ আলট্রা স্মার্টফোনটির ছবি ও স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেছিল। সেই একই ওয়েবসাইটে এবার Galaxy Note 20 স্মার্টফোনটিরও বিভিন্ন ছবি সহ সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আসুন Samsung Galaxy Note 20 মোবাইলটির স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক:

Winfuture.de ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy Note 20 তে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট ৬০ হার্জ ও আসপেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনটিতে শক্তিশালী ২.৭ গিগা হার্জের এক্সিনোস ৯৯০ অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। তথ্য অনুযায়ী, ফোনটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কিন্তু আশা করা যায়, এছাড়াও এটি অন্যান্য র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টেও বাজারে আসবে। ফোনে AKG অপটিমাইজড স্টিরিও স্পিকার থাকবে।

এরপর আসা যাক স্মার্টফোনটির ক্যামেরা সম্বন্ধে। এই ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্সের সাথে f/২.২ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম বিশিষ্ট f/2.0 অ্যাপারচারের ৬৪ মেগাপিক্সেলের ইমেজ সেনসর লেন্স মিলবে । এই ক্যামেরার মাধ্যমে 8K ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে,।

রিপোর্ট অনুযায়ী, Note 20 স্মার্টফোনটিতে ৪৩০০ এমএইচ এর ব্যাটারির সাথে আসবে। এই ফোনে থাকবে ফাস্ট চার্জিং প্রযুক্তি, যার জন্য মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ করা যাবে। ফোনে ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সম্ভবত পাওয়া যাবে। ফোনটি চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। বলাবাহুল্য, ফোনটি ৫ জি কানেক্টিভিটির সাথে আসছে।যদিও কোম্পানি বা Winfuture.de ওয়েবসাইটে গ্যালাক্সি Note 20 সিরিজের দামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে Galaxy Note 20 ফোনটি ৫০,০০০- ৬০,০০০ টাকার মধ্যে আসবে।