Samsung Galaxy S20 FE স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও 4G সাপোর্ট সহ বাজারে আসছে

Samsung এবং তার ফ্ল্যাগশিপ ফোন Galaxy S20 FE, কোম্পানি আর প্রোডাক্টের মধ্যে মধুর লাভ স্টোরি যেন শেষ হয়েও ঠিক শেষ হতে চাইছে না। কেন এমন বলছি? আসলে স্যামসাং গত বছর এক্সিনস ৯৯০ চিপসেট সহ ৪জি ভ্যারিয়েন্টে গ্যালাক্সি এস২০ এফই লঞ্চ করেছিল। আবার অতি সম্প্রতি স্যামসাং ফোনটির ৫জি ভার্সন ভারতে লঞ্চ করেছে। তবে লেটেস্ট রিপোর্ট অনুসারে, এক্সিনসকে বিদায় জানিয়ে স্যামসাং এবার স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের সঙ্গে গ্যালাক্সি এস২০ এফই এর নয়া ভার্সনের ওপর কাজ করছে, তবে নতুন মডেলে ৫জি কানেক্টিভিটি না দেখার সম্ভাবনাই বেশি। এভাবেই গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশনের নানা অবতারে আবির্ভাব যেন স্যামসাং আর ফোনটির মধ্যেকার গভীর বন্ধন প্রকাশ করছে।

সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম সহ Samsung Galaxy S20 FE এর বেঞ্চমার্ক লিস্টিং হয়েছিল। অন্যদিকে থাইল্যান্ডের NTBC ফোনটির 4G ভ্যারিয়েন্টকে ছাড়পত্র দিয়েছে। সুতরাং বলা যায়, দাম আরও সস্তা রাখার জন্য নয়া ভ্যারিয়েন্টে স্যামসাং ৫জি মোডেম রাখার ব্যবস্থা করেনি।

গ্যালাক্সি এস২০ এফই এর স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ভ্যারিয়েন্ট চলে আসার ফলে এক্সিনস ৯৯০ চিপসেটের ফোনটির পুরোনো ভার্সনের বিদায় নিশ্চিত। শক্তিশালী প্রসেসরের সংযোজনের ফলে গ্যালাক্সি এস২০ এফই সদ্য লঞ্চ হওয়া OnePlus 9R এর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসবে। আবার গ্যালাক্সি এস২০ এফই এর সুপার অ্যামোলেড ১২০ হার্টজ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফ্ল্যাগশিপ চিপসেট, চমৎকার ক্যামেরার মিশেল প্রিমিয়াম স্মার্টফোনের অন্বেষনে থাকা ক্রেতাদের নজর কাড়বেই।

শুধু তাই নয়, স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সংযুক্তি স্যামসাংকে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির সঙ্গে সমানে টেক্কা দিতে সাহায্য করবে। Samsung Galaxy S20 FE এর সমকক্ষ ফোনগুলি এখন স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরে চলছে। টেকনিক্যালি বললে, প্রাইম কোরের ওভারক্লক স্পিড ছাড়া স্ন্যাপড্রাগন ৮৭০ ও স্ন্যাপড্রাগন ৮৬৫ এর পারফরম্যান্সে তেমন কোনো বড় ফারাক নেই। এতএব, OnePlus 9R বলুন কিংবা Vivo X60, আপকামিং গ্যালাক্সি এস২০ এফই এর নতুন ভ্যারিয়েন্টের মধ্যে এদের বিকল্প হয়ে উঠে আসার সমস্ত মশলা মজুত রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন