Samsung Galaxy S21 5G Olympic Games Edition নতুন কালার ও ট্রিপল ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হল

Samsung চলতি বছরের শুরুতে লঞ্চ করেছিল Galaxy S21 5G সিরিজ। এই সিরিজের আওতায় তিনটি ফোন এসেছিল- Samsung Galaxy S21 5G, Galaxy S21+5G ও Galaxy S21 Ultra 5G। এবার এই সিরিজের বেস মডেল, অর্থাৎ Samsung Galaxy S21 এর Olympic Games Edition (অলিম্পিক গেমস এডিশন) লঞ্চ হল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) এর সাথে হাত মিলিয়ে স্যামসাং, জাপানে এই এডিশন লঞ্চ করেছে। নতুন এই এডিশন ফ্যান্টম ব্লু ব্যাক প্যানেল ও গোল্ড অ্যাকসেন্ট সহ এসেছে। আসুন Samsung Galaxy S21 5G Olympic Games Edition এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিন।

Samsung Galaxy S21 5G Olympic Games Edition এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫জি অলিম্পিক গেমস এডিশন এর দাম জানা যায়নি। জাপানের NTT Docomo থেকে এর রিজার্ভেশন শুরু হয়েছে। অন্যান্য দেশে এই এডিশন কবে আসবে জানা যায়নি।

Samsung Galaxy S21 5G Olympic Games Edition এর স্পেসিফিকেশন

কালার ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫জি অলিম্পিক গেমস এডিশনের স্পেসিফিকেশন বেস মডেলের মতই। এই ফোনে আছে ৬.২ ইঞ্চি ফ্লাট এইচডি প্লাস ( ২৪০০ ×১০৮০ পিক্সেল) ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এই ডিসপ্লে HDR10+সার্টিফায়েড এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এসেছে। এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ২১০০ প্রসেসর। এতে নতুন আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Samsung Galaxy S21 5G Olympic Games Edition ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর (১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ, অ্যাপারচার এফ/২.২)। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল ডুয়েল পিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স ও হাইব্রিড অপটিক্স ৩এক্স সহ ৬৪ মেগাপিক্সেল ফেজ ডিটেকশন টেলিফোটো লেন্স (OIS, এফ/২.০ ও ফিল্ড অফ ভিউ ৭৬ ডিগ্রি)। আবার সেলফি ও ভিডিও কলের জন্য আছে ১০ মেগাপিক্সেল ডুয়েল পিক্সেল এএফ ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.২ এবং ফিল্ড ওফ ভিউ ৮০ ডিগ্রি। ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে USB PD 3.0 ফাস্ট চার্জিং, ১০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০, রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন