Samsung Galaxy S21 FE 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, মাত্র ৯৯৯ টাকা দিয়ে করুন বুকিং

Samsung Galaxy S21 FE 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি চলতি মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় যে, দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি শীঘ্রই এই ফ্ল্যাগশিপ ফোনকে ভারতে উপলব্ধ করবে। কয়েকদিন আগে এর প্রি-অর্ডারও শুরু হয়। Samsung Galaxy S21 FE 5G কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বড় বড় রিটেল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনে পাওয়া যাবে অক্টা-কোর প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে।

Samsung Galaxy S21 FE 5G ভারতে দাম ও প্রি-অর্ডার

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের দাম রাখা হতে পারে ৫২,০০০ টাকা। যদিও মনে করা হচ্ছে লঞ্চ অফারে ফোনটি ৪৮,০০০- ৪৯,০০০ টাকার মধ্যে কেনা যাবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ৯৯৯ টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনটি প্রি-অর্ডার করা যাবে। যার প্রি-অর্ডার করবেন, তারা আগে ডেলিভারি পাবেন এবং এর সাথে বিনামূল্যে মিলবে Samsung Galaxy SmartTag।

Samsung Galaxy S21 FE 5G স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনের সামনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ ডায়নামিক AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S21 FE 5G ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/ ১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার।

এই ফোনে অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি/ ২৫৬ স্টোরেজ সহ বাজারে উপলব্ধ। সেই সঙ্গে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ (One UI 4) কাস্টম স্কিনে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S21 FE 5G ফোনে রয়েছে ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এই ফোনের কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট।