Samsung Galaxy S21 FE জল্পনার অবসান ঘটিয়ে এই দিন লঞ্চ হতে পারে

৫ জানুয়ারি থেকে লাস ভেগাসে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠান কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-তে Samsung Galaxy S21 FE অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। স্যামমোবাইলের প্রতিবেদনে বহু আলোচিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে নিয়ে সম্প্রতি এমনই দাবি করা হয়েছিল। যদিও এখন জানা গিয়েছে, তার একদিন আগেই অর্থাৎ ৪ জানুয়ারি Galaxy S21 FE আত্মপ্রকাশ করবে।

স্যামসাংয়ের তরফ থেকে বিষয়টি নিয়ে এখনও খোলাখুলি কিছু জানানো হয়নি। তবে টিপস্টার জন প্রোসারের মতে, জানুয়ারির ৪ তারিখে টেক জায়ান্টটি এক গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্ট আয়োজন করবে। সেখানেই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। আর Galaxy S21 FE-এর বিক্রি শুরু হবে এক সপ্তাহ পর, ১১ জানুয়ারি।

ওই টিপস্টার আরও জানিয়েছেন, Galaxy S22 সিরিজ ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে লঞ্চ করা হবে। একই দিনে নেওয়া হবে অগ্রিম অর্ডার। S22 সিরিজের ফোনগুলি ১৮ ফেব্রুয়ারি থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy S21 FE Expected Spceifications)।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে দেখা যেতে পারে ১২০ হার্টজ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ডিসপ্লে। দেশভেদে এই ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ অথবা এক্সিনস ২১০০ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। সিকিউরিটির জন্য থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সুপারওয়াইড লেন্স + ১২ মেগাপিক্সেল অথবা ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যেতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ বা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Samsung Galaxy S21 FE গ্রাফাইট, হোয়াইট, অলিভ গ্রীন, এবং ল্যাভেন্ডার কালারে আসতে পারে।