দিঘা ঘুরে বাড়ি ফিরতে পারবেন এক চার্জেই! এই তারিখে দেশে পা রাখছে BYD Seal EV

BYD ভারতে তাদের তৃতীয় ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। আগামী ৫ই মার্চ তারা লঞ্চ করবে Seal নামে একটি ই-সেডান। এটি Atto 3 এবং e6-এর সঙ্গে ভারতে সংস্থার পোর্টফোলিওতে সংযোজিত হতে চলেছে। গত বছরের জানুয়ারিতে দিল্লির অটো এক্সপো-তে Seal EV প্রথম আত্মপ্রকাশ করেছিল। ফলে এক বছর পর অপেক্ষার অবসান ঘটছে।

BYD Seal EV: ইন্টেরিয়ার

BYD Seal EV প্রিমিয়াম লুকস এবং সফট-টাচ মেটেরিয়াল সহ এসেছে। ড্যাশবোর্ড অঞ্চলে প্রথমেই নজরে আসে ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যা পছন্দমত রোটেট করা সম্ভব। একই ডিসপ্লে Atto 3 মডেলেও বর্তমান। পাশাপাশি ড্রাইভারের জন্য থাকছে ১০.২৫ ইঞ্চির আরো একটি ডিসপ্লে। এছাড়াও হেড-আপ ডিসপ্লে এবং দুটি আলাদা ওয়ারলেস চার্জিং প্যাড দেওয়া হয়েছে এই গাড়িতে।

BYD Seal EV: ব্যাটারি ও রেঞ্জ

বরাবরই প্রযুক্তির ব্যবহারে শিরোনামে উঠে এসেছে BYD। Seal EV মডেলটিতে ব্লেড ব্যাটারি টেকনোলজি থাকছে। আন্তর্জাতিক বাজারে গাড়িটটি দুই ধরনের ব্যাটারি অপশনে উপলব্ধ। প্রথমটি ৬১.৪ কিলোওয়াট আওয়ার , যা এক চার্জে ৫৫০ কিমি পর্যন্ত পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। দ্বিতীয়টি ৮২.৫ কিলোওয়াট আওয়ারের। যার রেঞ্জ প্রায় ৭০০ কিমি।

BYD Seal EV: সেফটি রেটিং

এখনও পর্যন্ত ভারতের অন্যতম সুরক্ষিত বৈদ্যুতিক গাড়ি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে Seal EV। ইউরো এনক্যাপ ক্র্যাশ টেস্টে ৫ স্টার যুক্ত সেফটি রেটিং পেয়েছে। সুরক্ষা ব্যবস্থা হিসাবে Seal EV-এর তালিকায় থাকছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, বেল্ট প্রিটেনশনার্স, বেল্ট লোড লিমিটারস, সাইড এয়ার ব্যাগ, সেন্ট্রাল এয়ার ব্যাগ, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট, এয়ার ব্যাগ কাট অফ সুইচ এবং সিট বেল্ট রিমাইন্ডার। অন্যান্য ফিচারগুলি হল অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, লেন আসিস্ট সিস্টেম এবং ড্রাইভারস অ্যাটেনশন ডিটেকশন।

BYD Seal EV: মোটর ও সম্ভাব্য দাম

Seal EV সিঙ্গেল পিএমএস এবং ডুয়েল ইলেকট্রিক মোটর অপশনে অপলব্ধ। ভারতীয় সংস্করণে অধিক শক্তিশালী ডুয়েল মোটর ব্যবহার করা হতে পারে। এটি সর্বোচ্চ ৫২৩ বিএইচপি ক্ষমতা উৎপাদন করার ক্ষমতা রাখে যা মাত্র ৩.৮ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিবেগ অর্জন করতে সাহায্য করে। দাম ৬৫-৭০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হতে পারে।