চার্জার ও হেডফোন ছাড়াই আসতে পারে Samsung Galaxy S21

সপ্তাহখানেক আগে iPhone 12 সিরিজ লঞ্চ করার সময় Apple ঘোষণা করেছিল, নতুন আইফোন সিরিজ কিংবা পুরনো সিরিজের (iPhone 11/iPhone XR ইত্যাদি) নতুন ব্যাচের ডিভাইসের সাথে চার্জার অ্যাডাপ্টার থাকবেনা। সেই মুহূর্তে Apple-এর এই সিদ্ধান্ত কে নিয়ে হাসি ঠাট্টা করেছিল Samsung, Xiaomi-র মত অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি। যদিও সেই মুহূর্তে গুজব শুরু হয়েছিল Samsung-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও থাকবেনা চার্জিং অ্যাডাপ্টার। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা Samsung সম্পর্কিত এই জল্পনা আরো বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে Samsung, তার Galaxy S21 স্মার্টফোনটি লঞ্চের সময় অ্যাপল পদাঙ্ক অনুসরণ করতে পারে। ফলে ইন-বক্স চার্জার ও হেডফোন ছাড়াই ওই স্মার্টফোনটি শিপ হতে পারে। স্যামসাংয়ের এই পদক্ষেপের সম্পর্কে যুক্তি দেওয়া হয়েছে – এতে পরিবেশের কার্বনের নিঃসরণের প্রভাব তো খানিকটা হ্রাস হবেই, সংস্থার রেভেনিউ মার্জিনও কিছুটা বাড়বে। কারণ ফোনের রিটেল বক্সে চার্জার ও হেডফোন না থাকলেও সংস্থাটি ডিভাইসের দাম কমাবেনা।

রিপোর্টে বলা হয়েছে, শুধু Galaxy S21 স্মার্টফোন মডেলেই নয়, এই বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে Galaxy S21+ এবং Galaxy S21 Ultra মডেলদুটির ক্ষেত্রেও। তবে আগামী দিনে স্যামসাংয়ের সমস্ত ফ্ল্যাগশিপ ফোনের বক্সের সাথে চার্জার থাকলেও হেডফোন থাকবেনা – এমন জল্পনার কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

Samsung, এখনো পর্যন্ত Galaxy S21 সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, এবং তারা অ্যাপলের পথ বেছে নেবে কিনা – সেবিষয়েও কোনো মন্তব্য করেনি। যদিও আইফোন ১২ লঞ্চের পর, স্যামসাং তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে বিশেষভাবে উল্লেখ করেছিল নতুন গ্যালাক্সি ডিভাইস কিনলে আলাদা করে চার্জার অ্যাডাপ্টার কিনতে হবেনা, ফোনের বক্সেই থাকবে প্রয়োজনীয় সমস্ত অ্যাক্সেসরিজ।

তবে গত জুলাই মাসেও একটি রিপোর্ট সামনে এসেছিল, যেখানে বলা হয়েছিল স্যামসাং আগামী বছর থেকে তার স্মার্টফোনের সাথে ওয়াল চার্জার সরবরাহ করবেনা। কারণ হিসেবে ক্রমবর্ধমান ব্যয়, সুপিরিয়র হার্ডওয়্যারের কথা বলা হয়েছিল।

প্রসঙ্গত, স্যামসাং – ব্রাজিল, ইন্দোনেশিয়া, কোরিয়া, এবং ভিয়েতনামসহ বাজারগুলিতে Galaxy S21 সিরিজের ডিভাইস তৈরি করবে বলে জানা গেছে। চলতি বছরের শেষদিকে এই নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলির উৎপাদন প্রক্রিয়া শেষ হতে পারে, এবং ২০২১ সালের জানুয়ারিতে এগুলি লঞ্চ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।