মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেরা স্মার্টফোনের শিরোপা পেল Samsung Galaxy S21 Ultra 5G

বাজারে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন উপলব্ধ। তাই কোন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সেরা সে নিয়ে বিতর্ক রয়েইছে। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC2021) ইভেন্ট আয়োজকরা এবছরের সেরা স্মার্টফোন হিসেবে বেছে নিল Samsung Galaxy S21 Ultra 5G কে। গত বুধবার স্পেনের বার্সেলোনায় আয়োজিত ২০২১ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (MWC2021) মঞ্চ থেকে এই ঘোষণা করা হয়েছে। দারুণ এই আনন্দের সংবাদ ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছে স্বয়ং সাউথ কোরিয়ান টেক জায়ান্টটি। বিশ্বের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন এক্সপোতে এই পুরস্কার অর্জন করা সত্যিই স্যামসাংয়ের জন্য বিশাল এক প্রাপ্তি।

Samsung Galaxy S21 Ultra সেরা স্মার্টফোনের শিরোপা পেল

গত জানুয়ারিতে Samsung, Apple iPhone 12 Pro Max, Xiaomi Mi 11 Ultra-এর মতো স্মার্টফোনকে টেক্কা দিতে Galaxy S21 Ultra 5G লঞ্চ করেছিল। পুরষ্কার জয়ের প্রসঙ্গে বিচারকমন্ডলী ভূয়সী প্রশংসা করে জানিয়েছে যে,” এটি স্যামসাং নির্মিত অন্যতম সেরা একটি স্মার্টফোন। বিশেষ করে এর ঝকঝকে অ্যামোলেড ডিসপ্লে, দুর্দান্ত মানের ক্যামেরা এবং অন্যান্য অভাবনীয় ফিচার থাকার কারণেই এটি শ্রেষ্ঠ স্মার্টফোন হিসেবে নির্বাচিত হয়েছে।”

Samsung Galaxy S21 Ultra 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা ৫জি ফোনটিতে ডায়নামিক AMOLED প্যানেল এবং HDR10+ সাপোর্টযুক্ত ৬.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১,৪৪০×৩,২০০ পিক্সেল। এছাড়া ভারতে এই ফোনে Exynos 2100 চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ) উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S21 Ultra 5G ফোনে পাওয়া যাবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচের দীর্ঘ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাভায়োলেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন