লঞ্চের আগেই জেনে নিন Samsung Galaxy S21 Ultra এর সমস্ত স্পেসিফিকেশন

এই মুহূর্তে স্মার্টফোন মার্কেটে চর্চার বিষয় হয়ে উঠেছে Samsung-এর নতুন Galaxy S21 সিরিজ। প্রতিদিনই ইন্টারনেট দুনিয়ায় এই সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ান সংস্থাটি নিজে গ্যালাক্সি এস ২১ সিরিজ সম্পর্কে তেমন কোনো তথ্য শেয়ার করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, আগামী বছরের ১৪ই জানুয়ারী Samsung Galaxy S21 সিরিজের ওপর থেকে পর্দা ওঠানো হতে পারে।

টিপ্সটার আইস ইউনিভার্স এর দাবি অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ২১ সিরিজে তিনটি ফোন থাকতে পারে – Galaxy S21, Galaxy S21+ এবং Galaxy S21 Ultra। এই ডিভাইসগুলির সম্ভাব্য স্পেসিফিকেশন আগেই আমাদের সামনে এসেছে। এবার আইস ইউনিভার্স Galaxy S21 Ultra ডিভাইসটির সমস্ত স্পেসিফিকেশন জানিয়ে দিলেন। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ২১ আলট্রা তে অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনের মতই গ্লাস এবং মেটাল স্যান্ডউইচ ডিজাইন দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে, এই ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস থাকবে বলে মনে হচ্ছে, যা এর আগে Galaxy Note20 Ultra-তেও দেখা গিয়েছিল।

আবার Galaxy S21 Ultra-তে ৬.৮ ইঞ্চির ইনফিনিটি-ও-এজ ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে থাকতে পারে, যাতে ৩২০০×১৪৪০ পিক্সেল (ডাব্লুকিউএইচডি+) স্ক্রিন রেজোলিউশন, ৫১৫ পিপিআই, ১৬০০ নিট পিকের ব্রাইটনেস এবং ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট (এলটিপিও) পাওয়া যাবে। এছাড়া এতে সেন্টার পাঞ্চ-হোল সহ 3K কার্ভড স্ক্রিন ও থাকতে পারে। অতিরিক্তভাবে, এই ফোনটির প্যানেলে এস-পেন সাপোর্ট থাকবে বলেও আশা করা হচ্ছে।

প্রসেসর বা সফ্টওয়্যারের কথা বললে, ডিভাইসটিতে এক্সিনস ২১০০ চিপসেট এবং ১২ জিবি র‌্যাম থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনটির মার্কিনি সংস্করণ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে পারে। আবার এতে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে।

ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এই ফোনটিতে রিয়ার কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে, যেখানে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (এফ/১.৮), ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ৩ এক্স অপটিকাল জুমের জন্য ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স (এফ/২.৪) এবং ১০ এক্স জুমিংয়ের জন্য ১০ মেগাপিক্সেলের আর একটি টেলিফোটো লেন্স (f/4.9) থাকবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, হ্যান্ডসেটটিতে PDAF, Laser AF মডিউল এবং LED ফ্ল্যাশ লাইট থাকতে পারে। সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ৪০ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এটি যথাক্রমে 8K (30 fps), 4K (30/60 fps), 1080p (30/60/240 fps), এবং 720p (960 fps পর্যন্ত) রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে সক্ষম হবে।

এছাড়া, Samsung Galaxy S21 Ultra ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ফাস্ট ওয়্যারলেস চার্জিং (কিউআই), ওয়্যারলেস পাওয়ারশেয়ার (রিভার্স ওয়্যারলেস চার্জিং)-এর মত প্রযুক্তি থাকবে বলেও আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে এবং এতে কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, এনএফসি প্রযুক্তি ও ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে। শুধু তাই নয়, Galaxy S21 Ultra-তে অ্যাক্সেলোমিটার, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, কম্পাস, হল সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর ইত্যাদি থাকবে বলেও মনে করা হচ্ছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago