Infinix Zero 5G: ভারতে আজ আসছে ২০ হাজার টাকারও কমে, লঞ্চের কয়েক ঘন্টা আগেই ফাঁস হল দাম

ইনফিনিক্স চলতি মাসেই নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Infinix Zero 5G। এই ফোনে রয়েছে MediaTek Dimensity ৯০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আজ এই ফোনটি কয়েক ঘন্টার মধ্যেই ভারতের বাজারেও পা রাখতে চলেছে। তবে লঞ্চের সামান্য আগে একটি রিপোর্ট থেকে আসন্ন স্মার্টফোনটির দাম প্রকাশ্যে এল।

ভারতে আসন্ন Infinix Zero 5G- এর দাম সামনে এল

অনসাইটগো (Onsitego)- এর রিপোর্ট থেকে জানা গেছে, জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার ভারতের মার্কেটে আসন্ন ইনফিনিক্স জিরো ৫জি ফোনের দামটি প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, আসন্ন স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি (Maximum Retail Price) হবে ২৪,৯৯০ টাকা। তবে লঞ্চের সময় এই ফোনটি ১৮,৯৯০ টাকায় ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ হবে।

এছাড়া জানা গেছে, ডিভাইসটি শুধুমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমেই কেনা যাবে। তবে ডিভাইসটির সেল কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। নাইজেরিয়ার মার্কেটে ইনফিনিক্স জিরো ৫জি ফোনটি কসমিক ব্ল্যাক, হরাইজন ব্লু এবং স্কাইলাইট অরেঞ্জ- এই তিনটি কালার অপশনে উপলব্ধ রয়েছে।

ইনফিনিক্স জিরো ৫জি- এর স্পেসিফিকেশন (Infinix Zero 5G Specifications and Features)

যেহেতু ইতিমধ্যেই ইনফিনিক্স জিরো ৫জি ফোনটি নাইজেরিয়ায় লঞ্চ হয়েছে তাই এই ফোনের স্পেসিফিকেশনগুলি এখন আর অজানা নেই। এই হ্যান্ডসেটে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি+(১,০৮০ × ২,৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ইনফিনিক্স জিরো ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্স ও এস ১০ (XOS 10) চলে।

নতুন ইনফিনিক্স স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত এবং এটি যা ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি জন্য, Infinix Zero 5G ফোনের পিছনের ক্যামেরা সেটআপে উপস্থিত। এগুলি হল ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২× অপটিক্যাল জুম সহ ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

এছাড়া, হ্যান্ডসেটটি ব্যবহারকারীদের ৩ জিবি এক্সটেন্ডেড র‍্যাম অফার করে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।