Samsung Galaxy S22 FE নিয়ে বড় পদক্ষেপ সংস্থার, ফ্যান এডিশন কি বাজারে আসবে

গতবছর জানুয়ারি মাসে Samsung Galaxy S21 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ হওয়ার প্রায় এক বছরের মাথায় দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এই সিরিজের নতুন সংযোজন হিসেবে Galaxy S21 FE (Fan Edition) মডেলটি বাজারে লঞ্চ করে। আবার গত ফেব্রুয়ারিতে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের লেটেস্ট Galaxy S22 লাইনআপের হ্যান্ডসেটগুলি। তবে একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, যে স্যামসাং এবছর Galaxy S22 FE লঞ্চ করবে না। এখন আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি Galaxy S22 সিরিজের ‘FE’ মডেলটি ডেভেলপ করা বন্ধ করে দিয়েছে। আর এই ডিভাইসটি লঞ্চ করার পরিবর্তে, কোম্পানি Galaxy S22 Ultra-এর আরও ইউনিট সরবরাহ করার দিকে মনোনিবেশ করেছে।

Samsung Galaxy S22 FE-এর নির্মাণ বন্ধ করলো সংস্থা

দক্ষিণ কোরিয়ার প্রকাশনা দ্য ইলেক (The Elec)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২২ এফই-তে যে চিপসেটগুলি ব্যবহার করার কথা ছিল সেগুলি এখন গ্যালাক্সি এস২২ আল্ট্রার-এর উৎপাদন বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বাজারে চিপসেটের অভাব লেগেই রয়েছে, আর তারমধ্যেই এখন সিরিজের টপ-এন্ড মডেল এস২২ আল্ট্রার বিক্রয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। এমতবস্থায় দক্ষিণ কোরিয়ার সংস্থাটি বিক্রয় এবং লাভ বাড়াতে গ্যালাক্সি এস২২ আল্ট্রার আরও ইউনিট বিক্রি করার লক্ষ্যে স্যামসাং গ্যালাক্সি এস২২ এফই ডেভেলপ করা বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, স্যামসাং এর আগে চলতি বছরের জন্য গ্যালাক্সি এস২২ এফই-এর ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ ইউনিট উৎপাদন করার পরিকল্পনা করেছিল। যদিও এখন এই মডেলটি বাতিল করে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, গ্যালাক্সি এস২৩ এফই আগামী বছর আত্মপ্রকাশ করবে। এমনকি রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং আসন্ন ‘এফই’ মডেলটিরও ৩ মিলিয়ন ইউনিট উৎপাদন করার পরিকল্পনা করেছে।

জানিয়ে রাখি, Samsung Galaxy S22 Ultra হল সংস্থার প্রথম Galaxy S-সিরিজের হ্যান্ডসেট, যা একটি বিল্ট-ইন স্টাইলাসের সাথে এসেছে। Galaxy S-সিরিজের বার্ষিক সরবরাহের হার গত দুই বছর ধরে লাগাতার কমছে। তবে, কোম্পানি এবছরের প্রথমার্ধে S22 Ultra-এর ১০ মিলিয়ন বা ১ কোটি ইউনিট বিক্রি করেছে এবং তারা বছরের দ্বিতীয়ার্ধেও একই সংখ্যক ইউনিট বিক্রি করার আশা রাখে। S22 লাইনআপের বিক্রির মূল ভিত্তিই হয়ে উঠেছে এই হ্যান্ডসেটটি। তাই সংস্থা S22 FE-এর চিপগুলিকে S22 Ultra-তে পুনরায় বরাদ্দ করছে।

উল্লেখ্য, ২০২০ সালে স্যামসাং যখন Galaxy S20 FE উন্মোচন করেছিল, তখন সংস্থার তরফ থেকে জানানো হয় যে, প্রতি বছর নতুন সিরিজের সাথে একটি করে FE ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে। তাই এখন Galaxy S22 FE বাতিল হয়ে গেলেও, আশা করা যায় কোম্পানি আগামী বছর Galaxy S23 FE লঞ্চ করে FE মডেলটি পুনরায় ফিরিয়ে আনবে।