Samsung Galaxy S22 ও Galaxy S22+ ফোনে থাকবে 50MP ক্যামেরা, জেনে নিন অন্যান্য ফিচার

স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের আত্মপ্রকাশের সময় ক্রমশ এগিয়ে আসছে। ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যেই Galaxy S22, Galaxy S22+, ও Galaxy S22 Ultra লঞ্চ করা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। জানা গিয়েছে যে, Samsung Galaxy S22 সিরিজের সবচেয়ে হাই-এন্ড Ultra ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা থাকবে। এখন এক টিপস্টারের রিপোর্ট থেকে Samsung Galaxy S22 ও Samsung Galaxy S22+ এর ক্যামেরা সম্বন্ধীয় তথ্যগুলি সামনে এসেছে।

টিপস্টার আইএস ইউনিভার্সের টুইট অনুযায়ী, Galaxy S22 ও Galaxy S22 + একইরকম রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসবে। অর্থাৎ ফটোগ্রাফির জন্য ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে ফোনগুলির মধ্যে কোনও ফারাক থাকবে না। ঠিক চলতি বছরে লঞ্চ হওয়া Galaxy S21 ও S21+ এর মতো।

স্যামসাং গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২+ ক্যামেরা কনফিগারেশন (Samsung Galaxy S22 ও Galaxy S22+ Camera Configaration)

টিপস্টারের দাবি অনুযায়ী, উভয় ফোনেই ১/১.৫৭” সেন্সর ও এফ/১.৮ অ্যাপারচার-সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। দ্বিতীয় ক্যামেরাটি হবে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এর অ্যাপারচার এফ/২.৪ এবং সেন্সর সাইজ ১/৩.৯৪”। সর্বশেষ ক্যামেরাটি ১/২.৫৫” সেন্সর সাইজ এবং এফ/২.২অ্যাপারচার-সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এর মতো এস২২ ও এস২২+ এর সামনে ১০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা দেওয়া হবে। এর পিক্সেল সাইজ ১.২২ মাইক্রন, সেন্সর সাইজ ১/৩.২৪” এবং অ্যাপারচার এফ২.২।

এছাড়া টিপস্টার আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে, গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২+ এর ডিসপ্লের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৬.০৬ ইঞ্চি এবং ৬.৫৫ ইঞ্চি। উল্লেখ্য, এ বছর গ্যালাক্সি এস২১ ও গ্যালাক্সি এস২১+ যথাক্রমে ৬.৭ ইঞ্চি ও ৬.২ ডিসপ্লে সহযোগে এসেছে।