Samsung Galaxy S22 Note নামে লঞ্চ হতে পারে Galaxy S22 Ultra, নোট সিরিজকে ফিরিয়ে আনার চেষ্টা?

Samsung Galaxy S22 সিরিজের অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলি নিয়ে নানা সময় নানা তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, Samsung Galaxy S22 সিরিজের ডিভাইসগুলির ওপর থাকে…

Samsung Galaxy S22 সিরিজের অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলি নিয়ে নানা সময় নানা তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, Samsung Galaxy S22 সিরিজের ডিভাইসগুলির ওপর থাকে পর্দা সরানো হবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। এই সিরিজের অধীন তিনটি ডিভাইস বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে, এগুলি হল- Samsung Galaxy S22, Samsung Galaxy S22+ ও Samsung Galaxy S22 Ultra। তবে এখন এক টিপস্টার দাবি করেছেন, Samsung Galaxy S22 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেলটিকে Samsung Galaxy S22 Ultra-র পরিবর্তে Samsung Galaxy S22 Note নামে ডাকা হতে পারে। এই তথ্যটি যদি সঠিক হয়, তাহলে গ্যালাক্সি এস সিরিজের হাত ধরেই গ্যালাক্সি নোট সিরিজ (আনঅফিসিয়াল বন্ধ হয়ে গেছে বলে খবর) প্রত্যাবর্তন করছে বলা চলে।

Samsung Galaxy S22 Ultra আসতে পারে Samsung Galaxy S22 Note নামে

টিপস্টার ট্রন (Tron) একটি টুইট করে দাবি করেছেন, Samsung Galaxy S22 Ultra এখন ‘মৃত’, তার স্থানে আসছে S22 Note। স্বাভাবিক ভাবেই এই বক্তব্যটি থেকে অনুমান করা হচ্ছে, ফোনটির নাম হতে পারে Samsung Galaxy S22 Note। এই নামটি দেখে অনেকে মনে করছেন, আসন্ন Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনটি দিয়ে স্যামসাং হয়তো চেষ্টা করছে তাদের নোট সিরিজকে বাঁচিয়ে রাখার।

প্রসঙ্গত, স্যামসাংয়ের নোট সিরিজের সর্বশেষ ফোনটি ছিল Samsung Galaxy Note 20। এটি লঞ্চ হয় ২০২০ সালের আগস্ট মাসে। তারপর সেই স্থানে স্যামসাং তাদের নতুন ফোল্ডেবল ফোনগুলি নিয়ে আসতে শুরু করে। তবে এক্ষেত্রে অনেকেই মনে করেছেন Samsung Galaxy Z Fold ও Samsung Galaxy Z Flip সিরিজগুলির ফোল্ডেবল ফোনগুলি স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলির উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারেনি। এমনকি Samsung Galaxy Z Fold সিরিজটি S Pen সাপোর্টের সাথে এসেছে, তাও এটি কোনভাবেই স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের সমকক্ষ হয়ে উঠতে পারেনি।

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলি সবসময়ই স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলির আরও ভালো সংস্করণ হিসেবে বাজারে আসত। এগুলিতে বছরের সেরা ও লেটেস্ট হার্ডওয়্যার ব্যবহার করা হত। এছাড়াও, নোট সিরিজের ফোনগুলির মাধ্যমে উৎপাদনশীলতার দিকে বেশি জোর দেওয়া হত।

এই সমস্ত কারণের জন্য স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলি এতগুলি বছর ধরে বিশাল এক ফ্যানবেস তৈরি করেছে। যার জন্য হয়তো স্যামসাং এখনও এই ফোনের সুনামকে ব্যবহার করতে চায়। তবে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনগুলিও তার নিজের জায়গা করে নিয়েছে। বর্তমানে হটকেকের মতো বিকোচ্ছে এই স্মার্টফোনগুলি।

তাই স্যামসাং কখনোই চাইবে না তাদের ফোল্ডেবল ফোনের বাজার নোট সিরিজ আবার এসে নষ্ট করে দিক। তাই অনুমান করা হচ্ছে, এইসব কারণেই হয়তো স্যামসাং গ্যালাক্সি এস২২ নোট ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। যদিও এই সিরিজ সম্পর্কে স্যামসাংয়ের তরফে কিছুই জানানো হয়নি, তাই এই তথ্যটি কতটা সত্য তা সময়ই বলবে।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছে, Samsung Galaxy S22 Ultra/ Note ফোনে Samsung Galaxy Note 10- এর মতই বক্সি ডিজাইন দেখা যেতে পারে। এমনকি এর সাথে এস পেন সাপোর্টও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, দুটি ১০ মেগাপিক্সেলের ও একটি ১২ মেগাপিক্সলের ক্যামেরা সেন্সর।