Samsung Galaxy S22, Galaxy S22+ ও Galaxy S22 Ultra কে সদ্য লঞ্চ হওয়া Exynos 2200 প্রসেসর সহ দেখা গেল

আগামী মাসেই বহু প্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S22- এর ওপর থেকে পর্দা সরাতে পারে সংস্থা। এই লাইনআপে Samsung Galaxy S22, Samsung Galaxy S22+, এবং Samsung Galaxy S22 Ultra, অঞ্চল ভিত্তিতে Qualcomm Snapdragon 8 Gen 1 বা লেটেস্ট Exynos 2200 প্রসেসরের সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। সেইমতোই লঞ্চের আগে এখন Samsung Galaxy S22 সিরিজের ফোনকে ইতালির ই-রিটেলার ওয়েবসাইটে স্যামসাংয়ের এক্সিনস প্রসেসরের সাথে দেখা গেল। এটি সদ্য লঞ্চ হওয়া স্যামসাংয়ের লেটেস্ট Exynos 2200 চিপসেট বলে মনে হচ্ছে। এই স্মার্টফোন চিপসেটটি আজই উন্মোচিত হয়েছে।

Samsung Galaxy S22 সিরিজের ফোনে থাকবে Exynos 2200 চিপসেট

Galaxyclub.nl (ডাচ সাইট) আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলিকে ইতালীয় ই-রিটেলারের ওয়েবসাইটে স্পট করেছে। এই সাইটে SM-S901B মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনটি তালিকাভুক্ত হয়েছে, আবার স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোন দুটিকে যথাক্রমে SM-S906B এবং SM-S908B মডেল নম্বর সহ দেখতে পাওয়া গেছে। সাইটটি থেকে জানা যাচ্ছে, তালিকাভুক্ত হওয়া তিনটি আসন্ন ফোনই চালিত হবে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস প্রসেসর দ্বারা। ফলে অনুমান করা হচ্ছে, এই ফোনগুলিতে ব্যবহার করা হতে পারে আজই অর্থাৎ ১৮ জানুয়ারি উন্মোচিত হওয়া স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রসেসর এক্সিনস ২২০০।

জানিয়ে রাখি, স্যামসাং এখনও আসন্ন Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra স্মার্টফোনগুলি সম্পর্কে কোনও বিশদ তথ্য প্রকাশ্যে আনেনি। এই সাউথ কোরিয়ান সংস্থার Galaxy S22 সিরিজটি আগামী মাসে গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টে উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে, সংস্থা কিছু না জানালেও ইতিমধ্যেই এই স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। আসন্ন Samsung Galaxy S22 এবং Samsung Galaxy S22+ কোম্পানির Samsung Galaxy S21 এবং Samsung Galaxy S21+ স্মার্টফোনগুলির মতো একই ডিজাইন সহ আসবে বলে জানা গেছে। তবে, Galaxy S22 Ultra ফোনে পুরোনো Galaxy Note 20-এর মতো ডিজাইন থাকবে।

প্রসঙ্গত, একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, Samsung Galaxy S22 এবং Galaxy S22+ – ফোন দুটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর অন্যদিকে হাই-এন্ড Samsung Galaxy S22 Ultra ফোনে ১০৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে।