Samsung Galaxy S22 Ultra, Galaxy S22+ ও Galaxy S22 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

Samsung Galaxy S22 সিরিজ আজ ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি মাসের শুরুতে Samsung Galaxy Unpacked ইভেন্টে এই সিরিজের তিনটি ফোন – Galaxy S22 Ultra, Galaxy S22+ ও Galaxy S22 গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে। এবার ফোনগুলি ভারতে আসছে। আজ দুপুর সাড়ে বারোটা থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনগুলির ভারতীয় ভ্যারিয়েন্টের উপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্ট Samsung-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখা যাবে। উল্লেখ্য, এতদিন ভারতে Galaxy S22 Ultra, Galaxy S22+ ও Galaxy S22 ফোনগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল।

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ভারতে সম্ভাব্য দাম (Samsung Galaxy S22 series expected price in India)

রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের দাম শুরু হবে ৬৯,৯০০ টাকা থেকে। যেখানে ১,০৯,৯০০ টাকা ব্যয় করতে হবে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের জন্য।

গ্লোবাল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এস২২, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস, ও স্যামসাং গ্যালাক্সি এস২২ এর দাম শুরু হয়েছে যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৫৯,৯০০ টাকা), ৯৯৯ ডলার (প্রায় ৭৫,০০০ টাকা) ১,১৯৯ ডলার থেকে (প্রায় ৯০,০০০ টাকা)।

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্পেসিফিকেশন (Samsung Galaxy S22 series Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে ৬.১ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (১০ হার্টজেও নামতে পারবে), ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর-সহ উপলব্ধ হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S22-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল মাল্টি ডিরেকশনাল পিডিএফ, ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ওআইএস ও ৩x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল (এফ২.৪) টেলিফটো ক্যামেরা, এবং ১২ মেগাপিক্সেল (এফ ২.১) আল্ট্রাওয়াইড ক্যামেরা। ডিভাইসটির সামনে একটি ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে

Samsung Galaxy S22 ফোনটি ৩,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে। সবশেষে হ্যান্ডসেট আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, ও নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে।

এদিকে স্যামসাং গ্যালাক্সি এস২২+ ফোনে ৬.৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (১০ হার্টজেও নামতে পারবে), ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এইচডিআর১০+ ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

বেস মডেলের মতো স্যামসাং গ্যালাক্সি এস২২+ ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ও এস২২+ এর ক্যামেরা স্পেসিফিকেশনগুলির মধ্যে কোনও পার্থক্য নেই।

এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একইসাথে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সমর্থন রয়েছে। আবার এটি ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা সংস্থার প্রথম এস সিরিজের ফোন, যার শরীরের মধ্যে স্টাইলাস পেন রাখার জন্য স্লট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০% এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার কনটেন্টের উপর নির্ভর করে রিফ্রেশ রেট ১ হার্টজেও নেমে আসতে সক্ষম। এই ফোনটিও ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে মিলবে।

ক্যামেরার কথা বললে, Samsung Galaxy S22 Ultra কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে – লেজার অটোফোকাস ও ওআইএস-সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ১০x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা + ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x অপটিক্যাল জুম)। amsung Galaxy S22 Ultra-র সামনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য এই মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একইসাথে এতে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া, ফোনে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Julai Mondal

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago