প্রথা ভেঙে প্রথমবার Snapdragon 898 প্রসেসর সহ ভারতে আসছে Samsung Galaxy S22 সিরিজ?

তবে কি প্রথা বদল করতে চলেছে Samsung? অন্তত টিপস্টার Tron-এর দাবি এমনই। তিনি জানিয়েছেন ভারতে Snapdragon 898 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy S22 সিরিজ। এতদিন আমরা আমেরিকায় Snapdragon প্রসেসর সহ S সিরিজের ফোনগুলি লঞ্চ হতে দেখেছি, যেখানে ইউরোপ ও ভারতে ফোনগুলি Exynos প্রসেসর সহ এসেছে। তবে Samsung Galaxy S22 সিরিজের সাথে এই চিত্র বদলে যেতে পারে।

Samsung Galaxy S22 সিরিজ ভারতে Snapdragon 898 প্রসেসর সহ আসতে পারে

Tron তার টুইটে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এস ২২ সিরিজ ইউরোপে এক্সিনস ২২০০ চিপ সহ লঞ্চ হবে। আবার উত্তর আমেরিকায় ফোনটি স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর সহ আসবে, যদিও Verizon Wireless দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির সাথে হাত মিলিয়ে এক্সিনস মডেল বাজারে আনতে পারে।

এদিকে চীন ও হংকংয়ে স্যামসাং গ্যালাক্সি এস ২২ সিরিজ স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর সহ পাওয়া যাবে। তবে China Telecom এক্সক্লুসিভ এক্সিনস মডেল রিলিজ করতে পারে। আবার দক্ষিণ এশিয়া ও ভারতে স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর সহ লঞ্চ হতে পারে গ্যালাক্সি এস ২২ সিরিজ‌

রিপোর্ট অনুযায়ী, mRDNA আর্কিটেকচার গ্রাফিক্স সহ আসবে এক্সিনস ২২০০ চিপসেট। সম্প্রতি এই চিপসেট বেঞ্চমার্কিং রেজাল্টে অ্যাপল এ১৪ কে পিছনে ফেলেছে। এদিকে কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর হবে স্ন্যাপড্রাগন ৮৯৮। এটি ৪এনএম চিপসেট হবে বলে অনুমান করা হচ্ছে। এতে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন