Tech News

কবে বাজারে আসবে Samsung Galaxy S24 FE ও Galaxy A16, সামনে এল লঞ্চের সময়

স্যামসাংয়ের আসন্ন Fan Edition ফোন, Samsung Galaxy S24 FE লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও কোম্পানি আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি এখনও ঘোষণা করেনি, তবে ফোনের জন্য একটি সাপোর্ট পেজ ইতিমধ্যেই স্যামসাং ওয়েবসাইটে লাইভ হয়েছে এবং একটি সাম্প্রতিক রিপোর্ট এর বেশিরভাগ বিবরণ প্রকাশ করেছে। আর এখন একটি কোরিয়ান প্রকাশনা Samsung Galaxy S24 FE ফোনের লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছে।

Samsung Galaxy S24 FE দুমাসের মধ্যেই আসছে বাজারে

ইটিনিউজ প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনটি অক্টোবরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৪০০ই প্রসেসর দ্বারা চালিত বলে জানা গেছে। এটি সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলে থাকা এক্সিনস ২৪০০ চিপের টোন-ডাউন সংস্করণ। ফোনটি ওয়ান ইউআই ৬.১.১ কাস্টম স্কিনে চলবে, যা স্যামসাংয়ের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের লেটেস্ট সংস্করণ।

Samsung Galaxy S24 FE ফোনটিতে ৪,৫৬৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে এবং ফাঁস হওয়া মার্কেটিং মেটিরিয়ালগুলি নির্দেশ দিয়েছে যে, এটি একবার চার্জে ৭৮ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ২৯ ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে।

Samsung Galaxy S24 FE হ্যান্ডসেটটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ডিসপ্লেটি গরিলা গ্লাস ভিকটাস প্লাস দ্বারা সুরক্ষিত থাকবে। স্ক্রিনের কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই হ্যান্ডসেটের পিছনে অবস্থিত ট্রিপল-ক্যামেরা সিস্টেমের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে।

Samsung Galaxy S24 FE ইয়েলো, সিলভার/হোয়াইট, গ্রাফাইট, গ্রিন এবং ব্লু- এর মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি, স্যামসাং তার ওয়েবসাইটের মাধ্যমে কিছু অতিরিক্ত এক্সক্লুসিভ কালার অফার করতে পারে, যদিও সেগুলির সর্ম্পকে বিশদে কিছু জানা যায়নি।

এছাড়াও, ইটিনিউজ রিপোর্টে প্রকাশ করেছে যে Samsung Galaxy A16 ফোনটি আরও বাজেট-ফ্রেন্ডলি বিকল্প হিসাবে ডিসেম্বরের কোনও এক সময় লঞ্চ হবে। Galaxy A16 সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে এটি সাশ্রয়ী মূল্যে স্যামসাং এক্সপেরিয়েন্স সন্ধানকারী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত হবে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

55 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago