Samsung Galaxy S24 Ultra New Colour Variant Launch Teased In India

Samsung Galaxy S24 Ultra নতুন কালার অপশনে লঞ্চ হবে? কোম্পানি নিজেই জল্পনা বাড়াল

স্যামসাং চলতি বছরের জানুয়ারিতে Samsung Galaxy S24 সিরিজটি সাতটি ভিন্ন টাইটানিয়াম-থিমযুক্ত কালার অপশনে লঞ্চ করেছে, এগুলি হল – টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম গ্রিন, টাইটানিয়াম ব্লু, টাইটানিয়াম ইয়েলো এবং টাইটানিয়াম অরেঞ্জ৷ Samsung Galaxy S24 Ultra বর্তমানে ভারতে টাইটানিয়াম ইয়েলো বাদে বাকি ছয়টি রঙে উপলব্ধ রয়েছে। তবে শোনা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এদেশে Samsung Galaxy S24 Ultra ফোনের টাইটানিয়াম ইয়েলো সংস্করণটি শীঘ্রই উন্মোচন করবে। স্যামসাংয়ের তরফে এই ভ্যারিয়েন্টটির জন্য একটি টিজারও প্রকাশ করা হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra ফোনের হলুদ রঙের বিকল্প আসছে ভারতের বাজারে

স্যামসাং ভারতে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে হলুদ রঙ টিজ করেছে। সংস্থাটি সূর্যমুখী ফুল হাতে ধরে রাখা এক মহিলার ছবি শেয়ার করেছে এবং উল্লেখ করেছে যে একটি এপিক ডিভাইসের নতুন লুককে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত। টিজারে ফলোয়ারদের উদ্দেশ্যে জিজ্ঞাসাও করা হয়েছে যে এটি কোন ডিভাইস হতে পারে। ছবিতে ফুলের রঙের ওপর জোর দেওয়া হয়েছে, যা এদেশে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার টাইটানিয়াম ইয়েলো কালার অপশনটির প্রকাশের দিকে ইঙ্গিত করছে। যদিও কোম্পানিটি কোনও নির্দিষ্ট প্রোডাক্টের নাম উল্লেখ করেনি, তবে এটি তাদের লেটেস্ট আল্ট্রা ফ্ল্যাগশিপ বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, টাইটানিয়াম ইয়েলো কালার অপশনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ। স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজটির বাজারে আসতে এখনও কিছু মাস বাকি রয়েছে, তাই কোম্পানিটি তাদের গ্যালাক্সি এস সিরিজকে আলোচনায় রাখার প্রয়োজন অনুভব করছে এবং বিদ্যমান মডেলগুলির জন্য একটি নতুন কালার শেডের উন্মোচন এই বিষয়ে সহায়তা করবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, Samsung Galaxy S24 Ultra ফোনের ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ভারতে ১,২৯,৯৯৯ টাকা। আর উচ্চতর ৫১২ জিবি এবং ১ টিবি সংস্করণগুলির মূল্য যথাক্রমে ১,৩৯,৯৯৯ টাকা এবং ১,৫৯,৯৯৯ টাকা। তবে, ক্রেতারা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৬,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ছাড় পেতে পারেন৷ আবার ভারতীয় শিক্ষার্থীরা Samsung Galaxy S24 Ultra ফোনের ওপর অতিরিক্ত ৭% ছাড় উপভোগ করতে পারবেন।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Samsung Galaxy S24 Ultra গ্যালাক্সির জন্য এক্সক্লুসিভলি তৈরি করা Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলে, যার কর্টেক্স-এক্স৪ প্রাইম কোরটি চিপসেটের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় সামান্য উচ্চ ক্লক স্পিড (৩.৩৯ গিগাহার্টজ) অফার করে এবং অন্যান্য কোরগুলি সামান্য কম গতিতে রান করে। ফোনটিতে ৬.৮ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২x স্ক্রিন রয়েছে, যা কিউএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পরিবর্তনশীল রিফ্রেশ রেট অফার করে।