Samsung Galaxy Tab A7 Lite সস্তায় দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হচ্ছে, এলো নতুন রেন্ডার

Samsung-এর আপকামিং বাজেট ট্যাবলেট হিসেবে Galaxy Tab A7 Lite-এর কথা বারবার উঠে আসছে। Samsung SM-T225 মডেল নম্বরের একটি ট্যাবলেট সম্প্রতি সার্টিফিকেশন সাইটে ও বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের ডেটাবেসে দেখা গিয়েছিল। এটি Galaxy Tab A7 Lite-এর মডেল নম্বর বলে জল্পনা চলছে৷ আবার কিছু দিন আগে একই মডেল নম্বর সহ এই ট্যাবলেট ইউরোপের বিভিন্ন দেশে স্যামসাংয়ের সাপোর্ট পেজে লিস্টেড হয়েছিল। যা ট্যাবটির খুব শীঘ্রই লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত করছে৷ বিখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস গত মাসে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট-এর রেন্ডার শেয়ার  করেছিলেন। ব্ল্যাস এখন ট্যাবটির আরও একটি নতুন রেন্ডার নিয়ে হাজির হলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভয়েসে ব্ল্যাস লেটেস্ট রেন্ডারটি শেয়ার করেছেন। পুরোনো রেন্ডারে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট গ্রে কালারে দেখা গিয়েছিল। নতুন রেন্ডারে ট্যাবটি সিলভার কালার আবির্ভূত হয়েছে। কালার অপশন ছাড়া আগের এবং এখনকার রেন্ডারে ডিজাইনের দিক থেকে কোনো পার্থক্য চোখে পড়বে না। ট্যাবের নীচের দিকে টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক এখন স্পষ্ট দেখ যাচ্ছে। গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট-এর ব্যাক প্যানেলে থাকছে ফ্ল্যাশ বিহীন সিঙ্গেল ক্যামেরা৷ রিয়ার প্যানেলের ঠিক মাঝবরাবর দেখা যাবে স্যামসাং ব্র্যান্ডিং।

Samsung Galaxy Tab A7 Lite-এর ডিসপ্লের ওপরের দিকে দুটি কাটআউট লক্ষ্য করা যাচ্ছে৷ যার মধ্যে একটি ফ্রন্ট ক্যামেরা নিঃসন্দেহে৷ বাকি কাটআউট খুব সম্ভবত প্রক্সিমিটি/অ্যাম্বিয়েন্ট সেন্সরের জন্য। ট্যাবটি ৮.৪ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। আবার বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট হওয়ায় জন্য এতে এলসিডি ডিসপ্লে প্যানেল থাকবে বলে ধরে নেওয়া যায়।

পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট মিডিয়াটেক হেলিও পি২২টি চিপসেট সহ আসবে। এছাড়া ট্যাবে থাকবে ৩ জিবি র‌্যাম, ৫,১০০ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ ৫.০, ও অ্যান্ড্রয়েড ১১ ওএস।

প্রসঙ্গত, SM-T225 মডেল নম্বরের একটি ট্যাবলট সম্প্রতি আমেরিকার এফসিসি বা ফেডারেল কমিউনিকেশনস কমিশন, ব্লুটুথ এসআইজি, ও গিকবেঞ্চের ডেটাবেসে স্পট করা হয়েছিল। আবার বেলজিয়াম, ডেনমার্ক, স্পেন, সুইডেন, জার্মানি, রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে স্যামসাংয়ের সাপোর্ট পেজে SM-T225 মডেল নম্বর সহ এই ট্যাবটি দেখা গিয়েছে। মার্কেটিং নাম অবশ্য সেখানে উল্লেখ ছিল না। তবে এটি যে Galaxy Tab A7 Lite, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ট্যাবটি জুন মাসের মধ্যেই ইউরোপ সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন