বাজেট রেঞ্জে আসছে Samsung Galaxy Tab A8 (2021), পেয়ে গেল Bluetooth SIG-এর ছাড়পত্র

Samsung বাজেট রেঞ্জে নতুন ট্যাব নিয়ে আসছে৷ সেটি Galaxy Tab A8-এর 2021 ভার্সন হতে চলেছে। সেপ্টেম্বরে টিপস্টার ক্রিস হেমারস্টোফার Galaxy Tab A8 (2021) এর CAD রেন্ডার শেয়ার করেছিলেন। তারপর ডিভাইসটির স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে আসে। এবার Bluetooth SIG-এর থেকে ছাড়পত্র পেল Galaxy Tab A8 (2021)। যার অর্থ ট্যাবলেটটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে।

ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে SM-X205 মডেল নম্বরের সাথে Galaxy Tab A8 (2021) স্পট করা হয়েছে। লিস্টিংয়ে ডিভাইসটির স্পেসিফিকেশন সম্বন্ধীয় কোনও তথ্য দেওয়া ছিল না। তবে এতে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাপোর্ট থাকার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ট্যাবটি LTE ও Wi-Fi ভ্যারিয়েন্টে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Samsung Galaxy Tab A8 (2021) স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) ১০.৫ ইঞ্চি টিএফটি ফুল-এইচডি+ (১৯২০x১০৮০) ডিসপ্লে সহযোগে আসবে। প্রসেসিং পাওয়ার দেওয়ার জন্য ট্যাবটিতে ইউনিসক টাইগার টি৬১৮ টিপসেট দেওয়া হবে। বাজার ভেদে আলাদা আলাদা মেমরি কনফিগারেশন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) লঞ্চ হবে। কিছু দেশের বাজারে ট্যাবটি ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভার্সনে আসতে পারে। আবার অন্যান্য দেশে এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। এছাড়া স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকবে বলে আশা করা যায়।

Samsung Galaxy Tab A8 (2021)-এর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। ট্যাবটির ব্যাটারি ক্যাপাসিটি হবে ৭০৪০ এমএএইচ। সঙ্গে থাকতে পারে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া Galaxy Tab A8 (2021) সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।