Samsung Galaxy Tab M62 হবে প্রথম বাজেট রেঞ্জে আসা এম সিরিজের ট্যাব

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং এতদিন Galaxy A ও Galaxy S সিরিজের অধীনে ট্যাব লঞ্চ করতো। তবে এবার হয়তো M সিরিজের আওতায় আমরা একটি ট্যাব লঞ্চ…

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং এতদিন Galaxy A ও Galaxy S সিরিজের অধীনে ট্যাব লঞ্চ করতো। তবে এবার হয়তো M সিরিজের আওতায় আমরা একটি ট্যাব লঞ্চ হতে দেখবো। এই ট্যাবটির নাম হতে পারে Samsung Galaxy Tab M62। এটি একটি বাজেট রেঞ্জে আসতে পারে।

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং সর্বপ্রথম এম সিরিজের অধীনে একটি ট্যাবের ওপর কাজ করছে, যার নাম Galaxy Tab M62। এটি কম্প্যাক্ট ডিজাইনসহ আসবে । আবার এতে থাকবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। যদিও এছাড়া ট্যাবটির স্পিসিফিকেশন সম্পর্কে আর কিছু জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এ ও গ্যালাক্সি এস সিরিজের ট্যাবের কথা বললে এইগুলি সবই মিড রেঞ্জে লঞ্চ হয়। এদের স্পেসিফিকেশনেও বিরাট কোনো পরিবর্তন দেখা যায় না। ফলে মনে করা হচ্ছে এম সিরিজে আসা Samsung Galaxy Tab M62 কে কোম্পানি বাজেট লঞ্চ করবে এবং এর স্পিসিফিকেশনও সাধারণ হবে।

প্রসঙ্গত ২০১৬ সালে স্যামসাং কিছুটা সস্তায় Galaxy J Max ট্যাব লঞ্চ করেছিল। এটি ছিল J সিরিজের একমাত্র ট্যাব। হয়তো কোম্পানি Galaxy Tab M62 কে এর উত্তরসূরি হিসেবে বাজারে আনবে।