বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, Galaxy Tab A7 Lite

Samsung Galaxy Tab S7 FE ও Galaxy Tab A7 Lite Announced: দীর্ঘদিন ধরে জল্পনায় থাকার পর Samsung অবশেষে Galaxy Tab S7 FE ও Galaxy Tab A7 Lite অফিসিয়ালভাবে লঞ্চ করেছে। ইউরোপে ট্যাবলেট দু’টি আগামী মাস থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ভারতে ডিভাইসটি আসছে কিনা, সেই বিষয়ে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি কিছু জানায়নি, যদিও আগে অন্য মহাদেশে লঞ্চ হওয়ার পর Samsung-এর বেশিরভাগ ট্যাবলেট এ দেশে পা রেখেছে। ভারতে সস্তা ট্যাবলেটের চাহিদা থাকায় Galaxy Tab A7 Lite এখানে লঞ্চ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। অন্য দিকে প্রিমিয়াম রেঞ্জে আসা Galaxy Tab S7 FE ট্যাবলেটের প্রথম আকর্ষণ সরু বেজেলযুক্ত ১২.৪ ইঞ্চি ডিসপ্লে। সেইসঙ্গে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসরের উপস্থিতি স্মুদ পারফরম্যান্স সরবরাহ করবে। আবার ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকার জন্য ঘন ঘন চার্জিংয়ের প্রয়োজন পড়বে না। এছাড়াও, Samsung Galaxy Tab S7 FE -এ স্টাইলাস পেন, 5G কানেক্টিভিটি, Samsung DeX সাপোর্ট করবে৷ আসুন এই দুটি ট্যাবলেট এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Samsung Galaxy Tab S7 FE ও Galaxy Tab A7 Lite এর দাম

জার্মানিতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ৬৪৯ ইউরো, যা প্রায় ৫৭,৮০০ টাকার সমান। আবার স্পেনে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৭০০ ইউরো বা প্রায় ৬১,৮০০ টাকা।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের জার্মানিতে মূল্য শুরু হয়েছে ১৭০ ইউরো বা প্রায় ১৫,০০০ টাকা থেকে। যেখানে এর এলটিই ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২০০ ইউরো (প্রায় ১৭,৬০০ টাকা)।

Samsung Galaxy Tab S7 FE: স্পেসিফিকেশন

গ্যালাক্সি ট্যাব এস৭ এফই ১২.৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। য ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট এবং WQHD রেজোলিউশন (২৫৬০x১৬০০ পিক্সেল) অফার করবে। ট্যাবটি স্ন্যাপড্রগন ৭৫০জি প্রসেসর দ্বারা চালিত। সঙ্গে আছে ৪ জিবি / ৬ র‌্যাম ও ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

গ্যালাক্সি ট্যাব এস৭ এফই-এর সামনে ৫ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবের ১০,০৯০ এমএএইচ ব্যাটারি সিঙ্গেল চার্জে ১৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক অফার করবে বলে স্যামসাং দাবি করেছে। গ্যালাক্সি ট্যাব এস৭ এফই চলবে অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে।

Samsung Galaxy Tab A7 Lite: স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট বাজেট রেঞ্জে এসেছে। এতে ১৩৪০x৮০০ রেজোলিউশনের (এইচডি+) ৮.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসরে চলবে। ৩জিবি / ৪ র‌্যাম ও ৩২ জিবি / ৬৪ জিবি স্টোরেজ অপশনে ট্যাবটি পাওয়া যাবে৷ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট-এর সামনে ২ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে। এটি ১৫ ওয়াট অ্যাডাপ্টিভ ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া দুর্দান্ত সাউন্ডের জন্য ট্যাবে ডলবি অ্যাটমস সহ স্টিরিও স্পিকার আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন