Samsung Galaxy Tab S7 FE বিশাল বড় ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হল, জানুন দাম

কোভিড পরিস্থিতিতে ঘরে বসেই স্কুল-কলেজের যাবতীয় পড়াশোনা এবং অফিস-কাছারির কাজে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে অনলাইন জগতের ওপর নির্ভরতা বেড়ে যাওয়ার পাশাপাশি ডিজিটাল ডিভাইসের চাহিদা এখন ঊর্দ্ধমুখী। বিশেষত অনেকেই এখন বড় স্ক্রিনের ভাল ট্যাবলেটের খোঁজ করছেন। এমনই ক্রেতাদের কথা মাথায় রেখে Samsung নতুন একটি ট্যাব লঞ্চ করেছে। যার নাম Samsung Galaxy Tab S7 FE।

প্রিমিয়াম রেঞ্জের আসা এই ট্যাবলেটের প্রথম আকর্ষণ সরু বেজেলযুক্ত ১২.৪ ইঞ্চি ডিসপ্লে। সেইসঙ্গে Snapdragon 750G প্রসেসরের অর্ন্তভুক্তি পারফরম্যান্সের সাথে কোনওপ্রকার আপোস করতে দেবে না। আবার পাওয়ার ব্যাকআপ নিয়ে যাতে বিন্দুমাত্র চিন্তা করতে না হয় তার জন্য ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ব্যাটারি সহ এসেছে। এছাড়াও, Samsung Galaxy Tab S7 FE -এ স্টাইলাস পেন ও 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। ট্যাবটি এখন জার্মানিতে লঞ্চ হয়েছে৷ ভারতে এটি কবে নাগাদ আসবে, তা Samsung খুব তাড়াতাড়িই ঘোষণা করবে বলে আশা করা যায়। Samsung Galaxy Tab S7 FE-এর যাবতীয় স্পেসিফিকেশন ও দামের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S7 FE: স্পেসিসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই ১২.৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ এসেছে। এটি ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট এবং WQHD রেজোলিউশন (২৫৬০x১৬০০ পিক্সেল) অফার করবে। ট্যাবটি স্ন্যাপড্রগন ৭৫০ প্রসেসর দ্বারা চালিত৷ সঙ্গে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

গ্যালাক্সি ট্যাব এস৭ এফই-এর সামনে ৫ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবের ১০,০৯০ এমএএইচ ব্যাটারি সিঙ্গেল চার্জে ১৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক অফার করবে বলে স্যামসাং দাবি করেছে। গ্যালাক্সি ট্যাব এস৭ এফই চলবে অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে।

Samsung Galaxy Tab S7 FE: দাম

Samsung Galaxy Tab S7 FE সিঙ্গেল মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। জার্মানিতে এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ৬৪৯ ইউরো, যা প্রায় ৫৭,৮০০ টাকার সমান। উল্লেখ্য, স্থানীয় ট্যাক্স এবং ডিউটি চার্জ বেশি হওয়ায় স্মার্টফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের দাম ইউরোপে অত্যন্ত বেশি। ফলে ভারতে এটি অনেক কম দামে লঞ্চ হবে বলে আমাদের বিশ্বাস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন