Samsung Galaxy Tab S7 FE এর Wi-Fi ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম LTE-র থেকে ৫০০০ টাকা কম

কথা বলার প্রয়োজনে ট্যাব ব্যবহার হয় খুব সামান্যই। আকারে বড় ও ভারী হওয়ার কারণে কানের পাশে ট্যাব ধরে কথা বলতে খুব একটি স্বাচ্ছন্দ্য নন অনেকেই। তাই চাহিদা বুঝে সংস্থাগুলিও সেলুলার নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই ভার্সনে ট্যাব বাজারে আনে। গত জুনে ভারতে LTE ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy Tab S7 FE। আর আজ ভারতের বাজারে Galaxy Tab S7 FE-এর Wi-Fi ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Samsung৷ LTE-এর থেকে একটু সস্তায় এসেছে নতুন মডেলটি।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) দাম

৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের একটি ভ্যারিয়েন্টে ভারতে এসেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)। দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা৷ উল্লেখ্য, একই স্টোরেজ অপশনে ট্যাবটির এলটিই বিকল্প কিনতে গেলে খরচ হবে ৪৬,৯৯৯ টাকা।

মিস্টিক ব্ল্যাক, মিস্টিক সিলভার, মিস্টিক গ্রীন, ও মিস্টিক পিঙ্ক কালার অপশনে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এফই (ওয়াই-ফাই)  ট্যাবে রয়েছে ২,৫৬০×১,৬০০ পিক্সেলের রেজোলিউশন যুক্ত ১২.৪ ইঞ্চি ডিসপ্লে। আবার অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে৷ ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.০ কাস্টম ওএসে রান করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy Tab S7 FE (Wi-Fi) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন