ট্যাবলেট চাই? Samsung Tab S7 Lite + এর লঞ্চ আসন্ন

এখন ট্যাবলেট সেগমেন্টে স্মার্টফোন ব্র্যান্ডগুলি খুব একটা আগ্রহ দেখায় না। ট্যাবলেটের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মূল কারণ হল কম চাহিদা। তবে চাহিদার পরিমাণ নির্বিশেষে Samsung, Galaxy Tab সিরিজের অধীনে ধারাবাহিকভাবে ট্যাবলেট লঞ্চ করে আসছে। এ বছরেও Galaxy Tab A7 Lite ও Galaxy Tab S7 Lite নামে দুটি ট্যাবলেট লঞ্চ করার জন্য স্যামসাং প্রস্তুতি নিচ্ছে। তবে ফার্মওয়্যার ডেটাবেস দেখে বলা যায় Galaxy Tab S7 Lite এর একটি Plus (+) ভ্যারিয়েন্টও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি লঞ্চ করতে পারে।

কয়েক সপ্তাহ আগেই একাধিক সার্টিফিকেশন সাইট ও বেঞ্চমার্ক লিস্টিংয়ে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ও গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট ট্যাবলেট দুটি কে স্পট করা হয়। এমনকি কয়েকদিন আগেই ট্যাব দুটি আমেরিকার FCC, থাইল্যান্ডের NBTC, ও Bluetooth SIG সাইটের ছাড়পত্র পেয়েছে। এখন লেটেস্ট খবর হিসেবে উঠে আসছে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট এর একটি Plus (+) ভার্সনের কথা। গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট + বলে চর্চিত এই ট্যাবলেটকে ফার্মওয়্যার ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছে।

ফার্মওয়্যার ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট ৪জি এলটিই (LTE) ট্যাবলেটটি SM-T735N মডেল নম্বরের সাথে লিস্টেড রয়েছে। আবার SM-T736N মডেল নম্বর সহ গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট এর ৫জি ভার্সনও সেখানে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। উল্লেখ্য, গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট এর ৪জি ও ৫জি ভার্সনের স্পেসিফিকেশন ও লঞ্চ ডিটেলস এখনও পর্যন্ত অজানা। তাই ফার্মওয়্যার ইনফরমেশন দেখে পাঠকদের এখনই কোনো সিদ্ধান্তে না আসতে আমরা পরামর্শ দেবো।

প্রসঙ্গত, SM-T730, SM-T735, SM-T736B / SM-T736N মডেল নম্বরের নতুন ট্যাবলেটের ওপর স্যামসাং কাজ করছে বলে পূর্বে লিক হওয়া রিপোর্ট দেখে জানা গিয়েছিল। স্যামসাং কেন্দ্রিক নিউজ পোর্টার SamMobile এর মতে এই আপকামিং ট্যাবলেটগুলো গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট / ট্যাব এস৮ই বা প্লাস (+) অথবা এক্সএল (XL) নামেও আসতে পারে।

এদিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে Galaxy Tab S7 Lite কয়েকদিন আগে স্পট করা হয়েছিল। গিকবেঞ্চে ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেটের সঙ্গে লিস্টিং করা হয়েছে। গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে ট্যাবটি ৪ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। তবে লঞ্চের সময় আরও‌ কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে এমন প্রত্যাশা করা যেতে পারে। এছাড়া Galaxy Tab S7 Lite-এ অ্যান্ড্রয়েড ১১ ওএস ও স্যামসাং ওয়ানইউআই ৩.০ কাস্টম স্কিন থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন