Samsung Galaxy Tab S8 সিরিজের কালার ও স্টোরেজ অপশন ফাঁস, সামনে এল Tab A8 এর রেন্ডার

গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে স্যামসাং বেশ কয়েকটি ট্যাবলেটের উপর কাজ করছে। Samsung Galaxy Tab S8 (সিরিজ) ও Samsung Galaxy Tab A8 নামের এই ট্যাবলেটগুলি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগে এক টিপস্টার Samsung Galaxy Tab S8 সিরিজের অধীনে আসা, Samsung Galaxy Tab S8, Samsung Galaxy Tab S8+ ও Samsung Galaxy Tab S8 Ultra ট্যাবলেটগুলির কালার অপশন ও কনফিগারেশনগুলি প্রকাশ্যে এনেছেন। তারসাথে টিপস্টার Samsung Galaxy Tab A8 (2021) ট্যাবলেটের রেন্ডারও ফাঁস করেছেন। প্রসঙ্গত, এর আগে Samsung Galaxy Tab S8 সিরিজের রেন্ডার প্রকাশ্যে এসেছিল। সেই রেন্ডার অনুযায়ী, Samsung Galaxy Tab S8 Ultra ট্যাবলেটে দেখা যেতে পারে সেমিট্রিক্যাল বা প্রতিসম বেজেল ও দুটি সেলফি ক্যামেরা।

Samsung Galaxy Tab S8 সিরিজের কালার অপশন ও ফিচার ফাঁস

টিপস্টার স্নুপি (Snoopy) টুইটারে স্যামসাংয়ের আসন্ন Samsung Galaxy Tab S8 সিরিজের ট্যাবলেটগুলির মেমরি, স্টোরেজ ও কালার অপশনগুলি সামনে এনেছেন।

https://twitter.com/snoopytech/status/1468907123174252550?s=20

টিপস্টারের দাবি অনুযায়ী, ১১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ -এ, আর ১২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস -এ। ট্যাবলেট দুটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। স্যামসাং এই ট্যাবগুলির ওয়াইফাই ও ৫জি- দুটি ভার্সন বাজারে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ডার্ক গ্রে ও সিলভার কালার অপশনে পাওয়া যেতে পারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ ও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস ট্যাবলেট দুটি।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা মডেলে থাকতে পারে ১৪.৬ ইঞ্চির ডিসপ্লে। এই ট্যাবটিও ওয়াইফাই ও ৫জি ভার্সনে পাওয়া যাবে। এই দুটি ভার্সনই ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ আসতে পারে। তবে ৫জি ভার্সনের ক্ষেত্রে অতিরিক্ত ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি ট্যাবএস৮ আল্ট্রা ট্যাবটি শুধুমাত্র ডার্ক গ্রে কালার অপশনে পাওয়া যেতে পারে।

Samsung Galaxy Tab A8-এর রেন্ডার প্রকাশ্যে

টিপস্টার স্নুপি আরও একটি টুইটে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ ট্যাবলেটের রেন্ডার ফাঁস করেছেন। রেন্ডার অনুযায়ী, এই ট্যাবটি লঞ্চের পর সম্ভবত গ্রে ও সিলভার- দুটি কালার অপশনে পাওয়া যাবে। এর ডিজাইন অন্যান্য বাজেট ট্যাবলেটের মতো হবে। এর আগে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ ট্যাবলেটে থাকতে পারে ইউনিসক টাইগার টি৬১৮ প্রসেসর ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০৪০ এমএএইচ ব্যাটারি।