জল ঢুকলেও খারাপ হবেনা ফোন, আসন্ন Samsung Galaxy XCover 5 এর ডিজাইন ফাঁস

Galaxy XCover Pro রাগড্ (Rugged) ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে Samsung শীঘ্রই লঞ্চ করবে Galaxy XCover 5। ইতিমধ্যেই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench এবং আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC-তে ফোনটিকে দেখা গেছে। এমনকি সম্প্রতি দামসহ ফোনটির সম্পূর্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গেছিল। এখন সুপরিচিত একজন টিপস্টারের সৌজন্যে Galaxy XCover 5 রাগড্ ফোনের সামনের দিকের ডিজাইন প্রথমবারের জন্য সামনে এল।

Samsung Galaxy XCover 5-এর ফ্রন্ট রেন্ডার বিখ্যাত লিকস্টার Evan Blass (ইভান ব্ল্যাস) শেয়ার করেছে। মজার বিষয় আধুনিক স্মার্টফোনের মতো নচ বা পাঞ্চ-হোল ডিজাইনের কোনোটাই রাগড্ ফোনটিতে থাকবে না। পরিবর্তে পুরানো স্মার্টফোনের মতো এতে ডিসপ্লের ওপরে ও নীচে পুরু বেজেল থাকবে৷ ফোনটির সামনে মাঝবরাবর থাকছে ফ্রন্ট ক্যামেরা। রেন্ডার অনুযায়ী, ফোনের বামদিকে লাল রঙের প্রোগ্রামেবল Xcover কী (key) এবং ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম আপ-ডাউন বাটন থাকবে।

Samsung Galaxy XCover 5 স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

জার্মানির ওয়েবসাইট, WinFuture থেকে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ ফোনটির স্পেসিফিকেশন জানা সম্ভব হয়েছে। তাদের দাবি এই ফোনে ব্যবহার হবে ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি এলসিডি প্যানেল, যার পিক্সেল রেজোলিউশন ১৬০০ x ৭২০। আবার স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ ফোনে থাকবে এক্সিনস ৮৫০ প্রসেসর। এছাড়া ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.১ ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের সামনে থাকবে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার পিছনে থাকবে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল সেন্সর। ডুরাবিলিটি টেস্টের জন্য ফোনটি MIL-STD-810G সার্টিফায়েড হবে। আবার জল ও ধুলো প্রতিরোধের জন্য ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত হবে। Samsung Galaxy XCover 5 এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে NFC, স্যামসাং পে, LTE কানেক্টিভিটি।

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ ফোনটির দাম হবে ৩০০ ইউরো (প্রায় ২৬,৪০০ টাকা)। ফোনটি ব্ল্যাক কালারে উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন