Samsung Galaxy Tab S8, Tab S8+ ও Tab S8 Ultra বাজারে আসছে, দেখা গেল Amazon সাইটে

ইউরোপের ক্রেতাদের শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Tab S8 সিরিজ। কারণ ই-কমার্স সাইট অ্যামাজনের ইতালীয় শাখাটি Samsung Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra- এই ট্যাবলেটের লিস্টিং প্রকাশ্যে এনেছে। তবে এই লিস্টিংগুলি অল্প সময়ের জন্যই সাইটে লাইভ ছিল এবং তারপর এগুলিকে সরিয়ে নেওয়া হয়৷ এই লিস্টিংগুলি থেকে তিনটি ট্যাবের প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, Samsung Galaxy Tab S8 লাইনআপের ডিভাইসগুলিতে ব্যবহার করা হয়েছে একটি কোয়ালকমের চিপসেট, সম্ভবত এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরই। আবার এই লাইনআপটি ৫জি সেলুলার এবং ওয়াইফাই – এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গেছে। এই সিরিজের সবকটি ট্যাবলেটই এস পেন (S Pen) সাপোর্ট অফার করবে এবং এই এস পেনকে রাখার জন্য ট্যাবলেটের ব্যাক প্যানেলে এটি ম্যাগনেটিক স্লট থাকবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy Tab S8 Expected Specifications)

টেক সাইট পকেট নাও (PocketNow) অ্যামাজন ইতালির সাইটে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের তিনটি আসন্ন ট্যাবলেট কে স্পট করে, যেগুলি বর্তমানে আর সাইটে আর উপলব্ধ নেই। তবে লাইভ থাকাকালীন ট্যাবগুলির স্পেসিফিকেশনের স্ক্রিনশট নিতে দেরি করেনি পকেট নাও। জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ বেস মডেলে ১১ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ২,৫৬০ x১,৬০০ পিক্সেল। এই ভ্যারিয়েন্টে দেওয়া হবে ৮,০০০ এমএএইচ ব্যাটারি। এই স্যামসাং ট্যাবলেটে ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনের দিকের সেলফি ক্যামেরা থাকবে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy Tab S8+ Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস-এ ২,৮০০x ১,৭৫২ পিক্সেল রেজোলিউশন সহ ১২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ১০,০৯০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ভ্যারিয়েন্টেও ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy Tab S8 Ultra Expected Specifications)

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা হল আসন্ন সিরিজটির সবচেয়ে প্রিমিয়াম মডেল। এই ট্যাবে ১৪.৬ ইঞ্চি ২,৯৬০ x ১,৮৪৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রায় লাইনআপের সবচেয়ে শক্তিশালী ১১,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সম্প্রতি, লেটসগোডিজিট্যালের (LetsGoDigital) মাধ্যমে এই মডেলটির রেন্ডার প্রকাশ করা হয়েছে। এই রেন্ডার অনুযায়ী, আসন্ন ট্যাবের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও, সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।