Samsung Galaxy Tab S8 Ultra আসছে নচ ডিসপ্লে সহ, থাকবে না হেডফোন জ্যাক

Samsung তাদের প্রিমিয়াম ট্যাবলেট সিরিজ, Galaxy Tab S8 এর উপর কাজ শুরু করেছে বলে ইতিমধ্যেই জানা গেছে। এই সিরিজ আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই Galaxy Tab S8 ও Galaxy Tab S8+ এর রেন্ডার ফাঁস হয়েছে। যেখান থেকে স্পষ্ট ট্যাবলেটগুলির ডিজাইন তার পূর্বসূরীদের মতো হলেও ভিতরে অর্থাৎ স্পেসিফিকেশনে পার্থক্য থাকবে। এখন এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Samsung Galaxy Tab S8 Ultra-র রেন্ডার সামনে এল।

Samsung Galaxy Tab S8 Ultra ডিজাইন রেন্ডার প্রকাশ্যে

৯১মোবাইলস স‌্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা-র রেন্ডার প্রকাশ করেছে। এই প্রিমিয়াম ট্যাবলেটে বড় ১৪.৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে। উল্লেখ, ট্যাব এস৮ ও ট্যাব এস৮ প্লাস যথাক্রমে ১১ ও ১২.৪ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে। যাইহোক, আল্ট্রা মডেলে আমরা ডিসপ্লের চারিপাশে স্লিম বেজেল দেখতে পাবো। আবার অ্যাপলের মতো স্যামসাং তাদের এই ট্যাবে নচ ডিজাইন রাখবে। এই নচ ডিসপ্লের ডান দিকে থাকবে এবং এর মধ্যে সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে রেন্ডার থেকে Samsung Galaxy Tab S8 Ultra-র ক্যামেরা সেন্সর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে এতে পিল-শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে। এর মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। S Pen এর জন্য ক্যামেরা মডিউলের নিচে ম্যাগনেটিক স্ট্রীপ দেওয়া হবে।

আবার Samsung Galaxy Tab S8 Ultra কোয়াড স্পিকার সহ আসবে। আবার এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। যদিও কোনো ৩.৫মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে না। এর পরিমাপ হবে ৩২৫.৮ x ২০৭.৯ x ৫.৪ মিমি‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন