Samsung Galaxy Tab S8 Ultra: ডিসপ্লের সাইজ ও ব্যাটারি ক্যাপাসিটি শুনলে চমকে উঠবেন!

আগামী বছর Samsung Galaxy S22 সিরিজের সঙ্গে কোম্পানির Galaxy Tab S8 সিরিজের আত্মপ্রকাশ ঘটবে বলে জল্পনা শোনা যাচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে এই সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড ট্যাবলেট, Galaxy Tab S8 Ultra-র সম্পর্কে উঠে এসেছে নানা তথ্য। এক জনপ্রিয় টিপস্টার এবার ট্যাবলেট ডিভাইসটির ডিসপ্লের আয়তন, স্ক্রিন রেজোলিউশন, এবং ব্যাটারি ব্যাকআপ সম্পর্কিত তথ্য ফাঁস করলেন।

জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্সের টুইট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy Tab S8 সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল, Tab S8 Ultra-তে ১৪.৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকবে, যা ২৯৬০x১৮৪৮ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে মহাশক্তিশালী ১১,৫০০ এমএএইচ দেওয়া হবে।

এছাড়া বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা-তে ওলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা থাকবে‌। আবার গত মাসে আইস ইউনিভার্স টুইট বার্তায় বলেছিলেন, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজে স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য, ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা ডিভাইসে। এছাড়া, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, কোয়াড স্পিকার, ও ব্লুটুথ এনাবেল্ড স্টাইলাস পেন সাপোর্ট করবে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ট্যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন