ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হতে পারে Samsung Galaxy A22

গতবছর ডিসেম্বরে প্রথমবার শোনা গিয়েছিল Samsung তাদের সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে Galaxy A22 এর ওপর কাজ শুরু করেছে, যার মডেল নম্বর হবে SM-A226B। যদিও এরপর ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এই মাসের শুরুতে গ্যালাক্সি এ২২ এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ইন্টারনেটে ফাঁস হয়। এমনকি জানা যায় SM-A225F মডেল নম্বরের সাথে ফোনটির 4G মডেলও শীঘ্রই লঞ্চ হবে। যদিও দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখনও ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে নতুন একটি রিপোর্টে আজ Samsung Galaxy A22 এর ক্যামেরা স্পেসিফিকেশন জানা হয়েছে।

দক্ষিণ কোরিয়ান পাবলিকেশন, The Elec এর এই রিপোর্টে বলা হয়েছে, ভারতের মত দেশগুলিকে টার্গেট করে স্যামসাং তাদের এই A সিরিজের ফোনটি লঞ্চ করবে। এই ফোনের ক্যামেরার জন্য Samsung Electro-Mechanics এর সাথে হাত মিলিয়েছে Samsung Electronics। স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

এছাড়াও রিপোর্টে বলা হয়েছে এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স। বাকি দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।

এর আগের রিপোর্টে জানা গিয়েছিল, Samsung Galaxy A22 5G তিনটি কালারে আসবে –  গ্রে, হোয়াইট, লাইট গ্রীন ও ভায়োলেট। ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির দাম হবে ২০০,০০০ ওঁন, যা প্রায় ১৪,০০০ টাকার সমান। আবার এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর থাকতে পারে।

প্রসঙ্গত ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হিসাবে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Realme Narzo 30 Pro। এই ফোনের দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ২২, রিয়েলমির এই ফোনকে যে করা চ্যালেঞ্জের মুখে দাঁড় করবে তা বলার অপেক্ষা রাখেনা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন