Samsung Galaxy M13 5G আসছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, পেল TUV Rheinland-এর ছাড়পত্র

বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, জনপ্রিয় স্মার্টফোন সংস্থা স্যামসাং তাদের M-সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছে। এই হ্যান্ডসেটটি Samsung Galaxy M13 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। যদিও এই ফোনটির আগমনের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি সংস্থা। তবে এবার একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আপকামিং Galaxy M13 5G মডেলটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এই সার্টিফিকেশনটি ইঙ্গিত দেয় যে, আসন্ন স্যামসাং হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে পা রাখতে পারে। এর পাশাপাশি সাইটের তালিকাটি Galaxy M13 5G-এর চার্জিং সাপোর্ট সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছে।

Samsung Galaxy M13 5G পেল TUV Rheinland-এর অনুমোদন

মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, SM-M135F/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে, স্মার্টফোনটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। তবে এর ব্যাটারির ক্ষমতা এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এই তালিকায় কিছু উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, SM-M135M মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়। এছাড়া, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর ওয়েবসাইটেও এই স্মার্টফোনটিকে দেখা গেছে। স্যামসাং সম্ভবত এই আসন্ন ডিভাইসটির দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের ওপর কাজ করছে, কেননা টিইউভি রাইনল্যান্ড ওয়েবসাইটে দেখা মডেল নম্বরটি এফসিসি ওয়েবসাইটে তালিকাভুক্ত মডেল নম্বরের থেকে আলাদা।

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy M13 5G Expected Specifications)

এই আসন্ন স্যামসাং হ্যান্ডসেটে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। আবার অতীতে ফাঁস হওয়া কিছু রেন্ডার অনুযায়ী, Samsung Galaxy M13 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে এবং এর সাথে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। সেলফি ক্যামেরার জন্য এই ডিভাইসের ডিসপ্লের ওপরে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ দেখা যেতে পারে। আর এখন টিইউভি রাইনল্যান্ডের সার্টিফিকেশন থেকে জানা গেল Samsung Galaxy M13 5G ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

উল্লেখ্য, এগুলি ছাড়া বর্তমানে আসন্ন স্যামসাং ফোনটির প্রসেসর এবং অন্যান্য প্রধান স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায়, শীঘ্রই Galaxy M13 5G-এর সম্পর্কে আরও তথ্য জানা যাবে।