উপর থেকে পড়লেও ভাঙবেনা, লঞ্চ হল Samsung Galaxy XCover 5 রাগড্ ফোন

গত কয়েক সপ্তাহ ধরে স্পেসিফিকেশন লিক হওয়ার পর অবশেষে লঞ্চ হল Samsung Galaxy XCover 5। এই রাগড্ (Rugged) ফোনটি ২০১৭ সালে লঞ্চ হাওয়া গ্যালাক্সি এক্সকভার ৪ এর আপগ্রেড ভার্সন। আপাতত একে ব্রিটেনে লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy XCover 5 ফোনটি মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন (Military standard certification MIL-STD 810H) প্রাপ্ত। যার ফলে ১.৫ মিটার পর্যন্ত উঁচু থেকে পড়লেও ফোনটি ভাঙবেনা বা নষ্ট হবেনা। আবার এটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলো প্রতিরোধ করবে (মিষ্টি জলে ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত)। আসুন এই ফোনের সমস্ত ফিচার ও দাম জেনে নিই।

Samsung Galaxy XCover 5 এর দাম

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ এর দাম রাখা হয়েছে ৩২৯ পাউন্ড (প্রায় ৩৩,২০০ টাকা)। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। গ্রাফাইট ব্ল্যাক কালারে আসা এই রাগড্ ফোনটি শীঘ্রই এশিয়া ও অন্যান্য মার্কেটে উপলব্ধ হবে।

Samsung Galaxy XCover 5 এর স্পেসিফিকেশন, ফিচার

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ সেইসমস্ত মানুষদের কথা ভেবে আনা হয়েছে যারা কারখানায় বা ক্ষেতে কাজ করে। এই ফোনে আছে ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ১৬০০ x ৭২০ এবং আসপেক্ট রেশিও ১৬:৯। ডিসপ্লের প্রটেকশনের জন্য এই ফোনে কি ব্যবহার করা হয়েছে তা স্যামসাং না জানালেও, আগের একটি রিপোর্টে বলা হয়েছিল এতে কর্নিং গরিলা গ্লাস ৬ থাকবে।

আবার Samsung Galaxy XCover 5 ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর। সাথে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।  মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.১ ইন্টারফেসে চলবে। ফোনটির পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটি ৩,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট ও POGO পিন। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে 4G LTE, ব্লুটুথ ৫.০, ৫ গিগাহার্টজ ওয়াইফাই, জিপিএস, ৩.৫মিমি অডিও জ্যাক, অ্যান্ড্রয়েড ১১ ওএস, পুশ টু ওয়াক, বারকোড স্ক্যানার, ইমার্জেন্সি কল, ম্যাপ, ফ্লাশলাইট, Knox এন্ড টু এন্ড এনক্রিপশন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন